Advertisment

রাজ্যের পালাবদলের পরই জয়পুরে হাড় হিম কাণ্ড, গুলিতে ঝাঁঝরা রাজপুত করনি সেনা প্রধান

পুলিশ জানিয়েছে, গুলিতেই প্রাণ গিয়েছে এক হামলাকারীরও।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajput Karni Sena chief Sukhdev Singh Gogamedi shot dead , রাজপুত করনি সেনা প্রধান সুখদেব সিং গোগামেডা

রাজপুত করনি সেনা প্রধান সুখদেব সিং গোগামেডা।

জয়পুরের শ্যাম নগরে নিজের বাড়িতেই তিন আতাতায়ীর গুলিতে নিহত হয়েছেন শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা সভাপতি সুখদেব সিং গোগামেডি। পুলিশ জানিয়েছে, গুলিতেই প্রাণ গিয়েছে এক হামলাকারীর। গুলিবিদ্ধ হওয়ার পর গোগামেডিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

Advertisment

জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ বলেছেন, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে গোগামেডিকে আজ (মঙ্গলবার) শ্যাম নগরে তার বাড়িতে তিনজন গুলি করেছে। পাল্টা গুলিতে একজন হামলাকারীও গুলিবিদ্ধ হন। তার নাম নবীন সিং শেখাওয়াত। গোগামেডির এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মীর পায়েও গুলি লেগেছে।' বাকি দুই হামলাকারী পলাতক বলে দাবি কমিশনারের।

শ্রী রাজপুত করনি সেনার জয়পুর জেলা সভাপতি নারায়ণ সিং দিভরালা বলেছেন, 'গোগামেডিকে গত এক বছর ধরে হুমকি দেওয়া হচ্ছিলো। উনি পুলিশের কাছে আরও নিরাপত্তা চেয়েছিলেন। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি চাই। যতক্ষণ না আমাদের দাবি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা গোগামেডির দেহনেব না।'

শ্রী রাজপুত করনি সেনা সংগঠনটি শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার থেকে পৃথক। ২০০৬ সালে রাজপুত করনি সেনা তৈরি করেছিলেন লোকেন্দ্র সিং কালভি। বর্তমানে তিনি প্রয়াত। এরপর নানা কারণে রাজপুত করনি বেশ কয়েকটি সংগঠনে বিভক্ত। তবে সকলেই করনি সেনা নামটি রেখেছে। শ্রী রাজপুত করনি সেনার প্রধান নারায়ণ সিং দিভরালার কথায়, 'আমাদের পোশাক ভিন্ন হতে পারে, কিন্তু পুরো রাজপুত সম্প্রদায় এই কঠিন সময়ে একত্রিত।'

গোগামেডি একসময় লোকেন্দ্র সি কালভির ঘনিষ্ঠ এবং করনি সেনার রাজ্য সভাপতি ছিলেন। কিন্তু পরে ২০২৫ সালে কালভি তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করেছিলেন। তারপরই তিনি তারপরে তিনি শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা তৈরি করেছিলেন।

গত কয়েক বছরে গোগামেডির নেতৃত্বাধীন শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি মূল সংগঠন রাজপুত করনি সেনা ও তা থেকে বিভক্ত হওয়া সব সংগঠনের মধ্যে এগিয়ে। নানা বিষয়ে ক্ষোভ বিক্ষোভের মাধ্যমে সংবাদ শিরোনামে থাকত সুখদেব সিং গোগামেডি নেতৃত্বাধীন শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা। ২০১৭ সালে পরিচালক সঞ্জয় লীলা বনসালির 'পদ্মাবত' সিনেমার শ্যুটিং চলাকালীন জয়পুরের জয়গড় দুর্গে হামলা চালিয়েছিল এই সংগঠন।

Jaipur rajasthan
Advertisment