/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-177.jpg)
উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় নতুন সংসদ ভবনে তেরঙ্গা উত্তোলন করেন
মোদীর জন্মদিনেই নয়া সংসদ ভবনে তেরঙা উত্তোলন। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামী কাল থেকেই শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। ঠিক তার এক দিন আগে অর্থাৎ আজ ১৭ সেপ্টেম্বর নয়া সংসদ ভবনে জাতীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলন করেন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশন চলাকালীন সংসদীয় কার্যক্রম পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তরিত হতে পারে। সংসদের বিশেষ অধিবেশন শুরুর একদিন আগে নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনের একদিন আগে, উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় নতুন সংসদ ভবনে তেরঙ্গা উত্তোলন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাও। আজ প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনও। বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় রবিবার সকাল সাড়ে নটায় নতুন সংসদ ভবন চত্ত্বরে পৌঁছান এবং তেরঙ্গা উত্তোলন করেন। এই অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালীধরন, পীযূষ গোয়েল, অর্জুন রাম মেঘওয়াল, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং প্রমোদ তিওয়ারিও উপস্থিত ছিলেন।
#WATCH | Rajya Sabha Chairman and Vice President Jagdeep Dhankhar hoists the national flag at Gaj Dwar, the New Building of Parliament. pic.twitter.com/dwlGNDfjGq
— ANI (@ANI) September 17, 2023
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ইতিমধ্যেই রাজ্যসভার সাধারণ সম্পাদককে চিঠি লিখে জানিয়েছিলেন যে তিনি পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। তিনি জানান যে তিনি বর্তমানে হায়দ্রাবাদে সিডব্লিউসি বৈঠকে উপস্থিত রয়েছেন। মল্লিকার্জুন খড়গে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অধিবেশনের একদিন আগে এই কর্মসূচি হচ্ছে। সংসদের বিশেষ অধিবেশন, শুরু হতে চলেছে ১৮ সেপ্টেম্বর থেকে চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশন সংসদের পুরানো ভবনে শুরু হবে এবং তারপরে নতুন ভবনে স্থানান্তরিত করা হবে। সংসদের বিশেষ অধিবেশনের আগে রবিবার বিকেল সাড়ে ৪টায় সর্বদলীয় বৈঠকও হবে।