Advertisment

রাখীবন্ধন উপলক্ষ্যে দিল্লি শাখার জন্য উপহার ভারতীয় রেলের

Raksha bandhan 2018: রাখীপূর্ণিমায় বোন বা দিদিদের কথা ভেবে দিল্লি শাখায় ছটি লেডিজ স্পেশাল ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল।রাখীপূর্ণিমার দিন ওই বিশেষ ট্রেনগুলো বিভিন্ন রুটে চালানো হবে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Raksha bandhan , রাখীবন্ধন

Raksha bandhan 2018: রাখীবন্ধন উপলক্ষে দিল্লি শাখায় ছটি লেডিজ স্পেশাল ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Raksha bandhan 2018: দুর্গাপুজো হোক কী বড়দিন কিংবা রথযাত্রা, বচ্ছরভর নানা স্বাদের উৎসবে বরাবরই উপহারের ডালি সাজিয়ে রাখে ভারতীয় রেল। নতুন কোনও ট্রেন কিংবা কোনও উৎসব উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা, ভারতীয় রেলের এমন উপহার পেলে খুশিতে ডগমগ হন যাত্রীরাও। কাল বাদ পরশু রাখীপূর্ণিমা। সুতো, জরি, পুঁতি দিয়ে ছোট্ট রাখি পরার দিন বলে কথা। আবার যেমন তেমন উৎসব তো নয়, সারা বছর এ দেশে যত উৎসব উদযাপন করা হয়, তার মধ্যে অতি আদরের এই রাখীপূর্ণিমা উৎসব। ভাই-বোনের মিষ্টি সম্পর্কের বহিঃপ্রকাশ যেভাবে দেখা যায় ওই ছোট্ট রাখীর দৌলতে, তা তো সর্বজনবিদিত। এবার তাই এই স্নেহের উৎসবের আনন্দ দ্বিগুণ করতে নয়া উপহার দিল ভারতীয় রেল।

Advertisment

রাখীপূর্ণিমা মানেই বোনেদের বাড়তি কদর। ভাইয়ের মঙ্গলকামনায় তাঁদের হাতে বোনদের স্নেহের পরশের অনুভূতি তো চিরকালীন। এবার তাই বোন বা দিদিদের কথা ভেবে দিল্লি শাখায় ছটি লেডিজ স্পেশাল ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল। আগামী রবিবার রাখীপূর্ণিমার দিন ওই বিশেষ ট্রেনগুলো বিভিন্ন রুটে চালানো হবে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে। দূরত্বের খাতিরে সেদিন এই শাখায় হয়তো অনেক বোন বা দিদিই ভাইদের হাতে রাখি পরানোর জন্য ট্রেনে চড়বেন। ফলে যাতে তাঁদের কোনওরকম অসুবিধে না হয়, তাই বিশেষ এই লেডিজ স্পেশালের ঘোষণা রেলের।

আরও পড়ুন, প্রাণের জন্য রাখী: কেরালার পাশে কলকাতার অপর খুদেরা

মূলত তিনটি রুটে এই ট্রেনগুলো চালানো হবে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে। নয়া দিল্লি-পালওয়াল, নয়া দিল্লি-গাজিয়াবাদ ও নয়া দিল্লি-পানিপত রুটে এই বিশেষ লেডিজ স্পেশালগুলো চালানো হবে বলে জানা গিয়েছে।

একনজরে দেখে নিন, কোন ট্রেন কখন ছাড়বে,
১. ৬৪৪৯১ পালওয়াল-নয়াদিল্লি লেডিজ স্পেশাল ছাড়বে সকাল ৮টা ২০ মিনিট নাগাদ, পৌঁছনোর কথা সকাল ১০টায়।

২. ৬৪৪৯২ নয়াদিল্লি-পালওয়াল লেডিজ স্পেশাল ছাড়বে বিকেল ৫টা ৫০ মিনিটে, পৌঁছনোর কথা সন্ধে ৭টা ২০ মিনিট নাগাদ।

৩. ৬৪৪৪৯ গাজিয়াবাদ-নয়াদিল্লি লেডিজ স্পেশাল ছাড়বে সকাল সাড়ে ৮টায়, পৌঁছনোর কথা সকাল ৯টা ২ মিনিটে।

৪. ৬৪৪৫০ নয়াদিল্লি-গাজিয়াবাদ লেডিজ স্পেশাল ছাড়বে বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ, পৌঁছনোর কথা সন্ধে ৬টা ৪০ মিনিট নাগাদ।

৫. ৬৪৪৭০ পানিপত-নয়াদিল্লি লেডিজ স্পেশাল ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ, পৌঁছনোর কথা সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ।

৬. ৬৪৪৬৯ নয়াদিল্লি-পালওয়াল লেডিজ স্পেশাল ছাড়বে বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ, পৌঁছনোর কথা রাত ৮টা ৫ মিনিট নাগাদ।

indian railway national news
Advertisment