/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/ram-1.jpg)
প্রয়াত রামজেঠ মালানি
প্রয়াত বর্ষীয়ান আইনজীবী ও প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রাম জেঠমানালি। রবিবার সকালে দিল্লিতে নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় আইন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন রাম জেঠমালানি। একই সঙ্গে নগরোন্নয়ন মন্ত্রীও ছিলেন তিনি। বার কাউন্সিল ওফ ইন্ডিয়ার চেয়ারম্যানও ছিলেন তিনি।
১৯২৩ সালের ১৪ই সেপ্টেম্বর তৎকালীন বম্বে প্রেসিডেন্সির সিন্ধ প্রদেশের শিকারপুরে জন্মগ্রহণ করেন রাম জেঠমালানি। বর্তমানে যা পাকিস্তানের অন্তর্ভুক্ত। বম্বে প্রেসিডেন্সি থেকে আইনে হন স্নাতক তিনি।
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে মহেশ জেঠমালানি জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন রাম জেঠমালানি। রবিবার সন্ধ্যায় লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রয়াত মালানির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে 'ব্যাতিক্রমী আইনজীবী' বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। টুইটে লেখেন, সংসদ ও আদালতে সমৃদ্ধ অবদান রেখেছেন মালানি। যেকোনও বিষয় নিজের সুচিন্তিত মতামত রাখতেন তিনি।
In the passing away of Shri Ram Jethmalani Ji, India has lost an exceptional lawyer and iconic public figure who made rich contributions both in the Court and Parliament. He was witty, courageous and never shied away from boldly expressing himself on any subject. pic.twitter.com/8fItp9RyTk
— Narendra Modi (@narendramodi) September 8, 2019
Extremely saddened at the passing away of legendary lawyer Ram Jethmalani ji. An institution in himself, he shaped criminal law in post-independence India. His void would never be filled and his name will be written in golden words in legal history.
RIP Ram sir
— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 8, 2019
বর্ষিয়ান আইনজীবীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
Deeply pained to know about the passing away of India’s veteran lawyer and former Union Minister Shri Ram Jethmalani ji. In him we have not only lost a distinguished lawyer but also a great human who was full of life.
— Amit Shah (@AmitShah) September 8, 2019
টুইটে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ।
Read full story in English