আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সাত হাজারেরও বেশি মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে ধর্মীয় আচার-অনুষ্ঠান। রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার পর মন্দির সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে । প্রথম মাসে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয় বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ক।
উত্তরপ্রদেশ, গোয়া, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো কিছু রাজ্যে ইতিমধ্যে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মদ ও মাংস বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অসম, গুজরাট, ওড়িশা, রাজস্থান, ত্রিপুরার মতো রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারও এর অধীনস্থ অফিসগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে।
২২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রাণ প্রতিষ্টার তিন দিন আগে শুক্রবার রাম মন্দিরে রাম লালার মূর্তি উন্মোচন করা হয়। কালো পাথর দিয়ে তৈরি মূর্তির চোখে হলুদ কাপড় বেঁধে দেওয়া হয়েছে। মূর্তিকে গোলাপ ফুলের মালাও দেওয়া হয়েছে। রামলালার মূর্তির ছবি প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ।
রামলালার মূর্তিটি তৈরি করেছেন মাইসুরের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। এর উচ্চতা ৫১ ইঞ্চি। বৃহস্পতিবার রাতে মন্দিরে আনা হয় রামলালার মূর্তি। প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠান দুপুর ১২.২০ মিনিটে শুরু হবে এবং দুপুর ১ টার মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
রামমন্দিরের (Ram Mandir Inauguration) গর্ভগৃহে বসল রাম লালার (Ram Lalla idol) মূর্তি। বৃহস্পতিবার প্রায় চার ঘণ্টা ধরে যজ্ঞ এবং বিধি মেনে প্রথাপালন ও মন্ত্রোচ্চারণের পরে গর্ভগৃহে মূর্তি বসানো হয়। রাম মন্দির উদ্বোধনের আর মাত্র দুই দিন বাকি। গোটা দেশ জুড়ে রাম ভক্তরা অপেক্ষা করছে রাম মন্দির উদ্বোধনের জন্য। ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দুয়ার খুলবে রাম মন্দিরের। অযোধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ২১ তারিখই অযোধ্যায় পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যেই রামলালার আবরণমুক্ত ছবি প্রকাশ্যে এসেছে। মূর্তিটি গড়েছেন ভাস্কর অরুণ যোগীরাজ। অনুষ্ঠানে আমন্ত্রিত তালিকায় সাত হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধ দিবস ছুটি ঘোষণা করেন। লক্ষ্য একটাই সকলে যাতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখতে পারেন।
ভগবান রামের মূর্তি প্রসঙ্গে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, 'প্রাণ প্রতিষ্ঠা শেষ হওয়ার আগে রামের মূর্তির চোখ খোলা যাবে না। যে মূর্তির মধ্যে রামের চোখ দেখা যায় সেই মূর্তিটি আসল মূর্তি নয়। যদি চোখ দেখা যায় তাহলে কে চোখ দেখিয়েছে এবং কীভাবে প্রতিমার ছবি ভাইরাল হচ্ছে তা খতিয়ে দেখা উচিত। আসলে, সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি সামনে এসেছে, যাতে ভগবান রামের মূর্তির চোখ দেখা যাচ্ছে। বলা হচ্ছে এই মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করা হয়েছে।'
কোন ছবি নিয়ে তোলপাড় চলছে?
শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে রামলালার মূর্তির ছবি। একটি ছবিতে রামলালার চোখ বেঁধে রাখা হলেও অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে মূর্তিটির চোখ বাঁধা নয়। এ বিষয়ে তদন্তের দাবি উঠেছে।
হায়দরাবাদ থেকে ১২৬৫ কেজি লাড্ডু পৌঁছেছে অযোধ্যায়
হায়দরাবাদ থেকে ১২৬৫ কেজি লাড্ডু প্রসাদ পৌঁছেছে অযোধ্যায়। লাড্ডু প্রস্তুতকারী শ্রীরাম ক্যাটারিং সার্ভিসের এন নাগভূষণম বলেন, 'ভগবান আমার পরিবার ও ব্যবসায় আশীর্বাদ করেছেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন বেঁচে আছি প্রতিদিন এক কেজি লাড্ডু বানাব। খাবারের সার্টিফিকেটও নিয়ে এসেছি। এই লাড্ডুগুলো এক মাস পর্যন্ত ভাল থাকতে পারে। ২৫ জন লোক ৩ দিন ধরে লাড্ডু তৈরি করেছেন। এদিকে অযোধ্যায় রাম মন্দির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে অমৃত মহোৎসব লেজার শোর আয়োজন করা হয়।
এখনও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গুজরাট থেকে আনা হয়েছে ১০৮ ফুট দীর্ঘ ধূপ। আগরা থেকে অযোধ্যায় আনা হয়েছে ৫৬ রকমের পেড়া। উদ্বোধন-পর্বের এক সপ্তাহ আগেই শুরু হয়ে গিয়েছে পূজার্চনা ও বিধি পালন। শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছিল, সরযূ নদীর তীরে 'দশবিধ' স্নান, বিষ্ণু পুজো এবং গোমাতার উদ্দেশে নৈবেদ্য প্রদান করা হবে। ২১ জানুয়ারি পর্যন্ত চলবে নানারকম আচার-অনুষ্ঠান।
অযোধ্যায় রাম লালার অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। সাজানো হচ্ছে পুরো মন্দির। এই বড় অনুষ্ঠানকে সামনে রেখে অযোধ্যা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আজ এবং আগামীকাল অযোধ্যায় রামলালার দর্শন সাধারণ ভক্তদের জন্য বন্ধ রাখা হয়েছে। ২২ শে জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠার পরেই সকলের জন্য খুলে দেওয়া হবে মদন্দির। আজ ৮১টি কলস ভর্তি বিভিন্ন নদীর জল দিয়ে গর্ভগৃহ পবিত্র করা হবে। একটি বাস্তু শান্তি অনুষ্ঠানও হবে। মন্দির সাজানো হয়েছে আলোকসজ্জায়।
রাম মন্দির অভিষেক অনুষ্ঠানের আগে অযোধ্যায় নিরাপত্তা জোরদার করতে বেশ কয়েকটি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যা সফর করেন। তিনি আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন।২২ জানুয়ারি অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম লালার অভিষেক অনুষ্ঠানের পর ২৩ জানুয়ারি থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মন্দিরকে ঘিরে দেশ-বিদেশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।