Advertisment

Ram Mandir Pran Pratishtha: বাড়িতে বসেই দেখুন রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা, কখন কোথায় কীভাবে জেনে নিন বিস্তারিত

২২ জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন। তার আগে পুরোদমে সেজে উঠেছে রাম নগরী। অযোধ্যায় না গিয়েও ঘরে বসেই ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকুন ঘরে বসেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Ram Mandir Pran Pratishtha Live Streaming:

বাড়িতে বসেই দেখুন রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা, কখন কোথায় কীভাবে জেনে নিন বিস্তারিত

২২ জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন। তার আগে পুরোদমে সেজে উঠেছে রাম নগরী। অযোধ্যায় না গিয়েও ঘরে বসেই ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকুন ঘরে বসেই। রাম মন্দিরে রামলালের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে দূরদর্শনে। এছাড়াও লাইভ এই অনুষ্ঠান দেখা যাবে ইউটিউবেও।

Advertisment

সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে সমগ্র ধর্মীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি সারা দেশের গ্রাম ও শহরের পাবলিক প্লেস ও মন্দিরে সরাসরি সম্প্রচার করা হবে। বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম লালার অভিষেক অনুষ্ঠানের সময় মূল আচার-অনুষ্ঠান পরিচালনা করবেন। এই শুভ উপলক্ষে কোটি কোটি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের বেশ কয়েকটি ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেটে সরাসরি সম্প্রচার করা হবে।

২২ জানুয়ারি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশে রীতিমত উৎসবের পরিবেশ। প্রায় ৮হাজার অতিথিকে অনুষ্ঠানটি দেখার জন্য এখানে আমন্ত্রণ ট্রাস্টের তরফে জানানো হয়েছে। এই বিশেষ দিনটির সেজে উঠেছে অযোধ্যা। জোরকদমে চলেছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই হতে চলেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। গোটা দেশ অনুষ্ঠানের সাক্ষী থাকতে পুরোদমে তৈরি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাত দিনের বিশেষ আচার-অনুষ্ঠান। আপনি যদি অযোধ্যায় না গিয়ে থাকেন তাহলে ঘরে বসেই প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের প্রতিটি সেকেন্ড লাইভ দেখতে পারেন।

অনুষ্ঠানটি দূরদর্শনে সরাসরি সম্প্রচার করা হবে

পিআইবি-সূত্রে জানানো হয়েছে ২২ জানুয়ারির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান যাতে সারা দেশের মানুষ দেখতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে দূরদর্শন। এর জন্য, দূরদর্শন অযোধ্যার রাম মন্দির এবং এর আশেপাশে ৪০টি ক্যামেরার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি 4K-তে সরাসরি সম্প্রচার করবে। এটি ডিডি ন্যাশনাল এবং ডিডি নিউজে সরাসরি সম্প্রচার করা হবে।

ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও প্রচারিত হবে

শুধু ২২ শে জানুয়ারী নয়, ২৩শে জানুয়ারি দূরদর্শনে বিশেষ আরতি এবং মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর্বটিও সরাসরি সম্প্রচার করা হবে। পিআইবি জানিয়েছে ভারত ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠানটির সম্প্রচার সরাসরি দেখা যাবে ইউটিউবে। এছাড়াও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। তবে বর্তমানে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শেয়ার করা হয়নি। সম্পূর্ণ কভারেজটি বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন চ্যানেলে লাইভ এবং সম্প্রচার করা হবে। চন্দ্র

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ২২ জানুয়ারি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক সাধু-ঋষিরা এখানে আসবেন। অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় পরিবেশন করতে উত্তরপ্রদেশ সরকার এবং অযোধ্যা প্রশাসন সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে। শ্রী রাম মন্দির নির্মাণ ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ৮ হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হলেও অন্তত ১০ থেকে ১৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হচ্ছে।

রেল স্টেশনে সরাসরি সম্প্রচার

এছাড়াও রাম মন্দির উদ্বোধন সরাসরি সম্প্রচার করা হবে সারা দেশের প্রায় ৯ হাজার স্টেশনে। মন্ত্রক জানিয়েছে ২২ শে জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্টার সরাসরি সম্প্রচার সারা দেশের রেলস্টেশনের ৯ হাজার স্ক্রিনে দেখানো হবে। ভারতীয় রেলওয়ের মোট ৩৫৪ টি স্টেশন রয়েছে যেগুলির নামে 'রাম' শব্দ রয়েছে। ৫০ টিরও বেশি স্টেশন 'রাম' শব্দ দিয়ে শুরু হচ্ছে। এই স্টেশনগুলিকে সাজানোর পরিকল্পনাও রয়েছে রেলের।

একটি বিবৃতি জারি করে, রেল মন্ত্রক বলেছে যে ২২ জানুয়ারি অযোধ্যায় অনুষ্ঠিত হওয়া প্রাণ প্রতিষ্টা দেশের সমস্ত প্রধান স্টেশনে সম্প্রচার করা হবে। ৯ হাজার স্ক্রিনে লাইভ সম্প্রচার করা হবে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। রেলের তরফে আরও জানানো হয়েছে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে ও তার পরের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে রেলস্টেশনগুলিতে লাগানো স্ক্রিনে। যাতে সেখানে উপস্থিত না থাকা যাত্রীরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন।

ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের দেওয়া তথ্য অনুসারে, রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠান ২২ শে জানুয়ারি দুপুর ১২.২০ মিনিটে শুরু হবে এবং দুপুর ১টার মধ্যে শেষ হবে এই অনুষ্ঠান।

Ram Temple
Advertisment