Advertisment

One Nation One Election Report: লোকসভা ভোটের আগে 'এক দেশ এক নির্বাচন' নিয়ে রিপোর্ট পেশ!

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এক দেশ এক নির্বাচন নিয়ে ১৮,৬২৬ পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছে রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি

author-image
IE Bangla Web Desk
New Update
One Nation One Election, ramnath Kovind panel, One Nation One Election panel, ramnath Kovind, BJP, BJP Government,

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এক দেশ এক নির্বাচন নিয়ে ১৮,৬২৬ পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছে রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এক দেশ এক নির্বাচন নিয়ে ১৮,৬২৬ পৃষ্ঠার রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

Advertisment

২৪-এর নির্বাচনের আগেই দেশ জুড়ে কার্যকর করা হয়েছে সিএএ। এবার লোকসভা নির্বাচনের আগে, এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই বিষয়ে তাদের রিপোর্ট জমা দিয়েছে। কমিটির তরফে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ১৮, ৬২৬পাতার একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত এই প্যানেল ১৯১ দিনে এই রিপোর্ট তৈরি করেছে। এই প্যানেলটি ২রা সেপ্টেম্বর ২০২৩-এ গঠন করা হয়েছিল।

যে গত সেপ্টেম্বরে গঠিত কমিটিকে সাংবিধানিক কাঠামোর ভিত্তিতে লোকসভা, রাজ্য বিধানসভা, পৌরসভা এবং পঞ্চায়েতের জন্য একযোগে নির্বাচনের সম্ভাবনা খতিয়ে দেখে তা নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে। এই কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার প্রাক্তন বিরোধীদল নেতা গুলাম নবি আজাদ, অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন.কে. সিং, লোকসভার প্রাক্তন সাধারণ সম্পাদক সুভাষ কাশ্যপ এবং সিনিয়র আইনজীবী হরিশ সালভেও রয়েছেন এই কমিটিতে। কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য অর্জুন রাম মেঘওয়াল।

অধীর রঞ্জন চৌধুরী সরে দাঁড়ান?

লোকসভার বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরীকেও কমিটির সদস্য করা হয়েছিল কিন্তু তিনি এই কমিটি থেকে সরে দাঁড়ান। সূত্রের খবর, এক দেশ এক নির্বাচন কার্যকর হয়, তবে লোকসভা এবং রাজ্যগুলির নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে।

এক দেশ এক নির্বাচনের পেছনে যুক্তি কী?

এক দেশ, এক নির্বাচনের পিছনে যুক্তি হল ভারতে প্রতি বছর কোথাও না কোথাও নির্বাচন হয়। এর মধ্যে রয়েছে লোকসভা থেকে পঞ্চায়েত সদস্য নির্বাচন। এক্ষেত্রে আদর্শ নির্বাচনী আচরণবিধি বারবার বলবৎ করতে হয়। নিরাপত্তা বাহিনী, পুলিশ ও সরকারি কর্মচারীদের বারবার নির্বাচন সংক্রান্ত কর্তব্যে নিযুক্ত করতে হয়। এসবের ফলে থমকে যায় দেশের উন্নয়ন কর্মকাণ্ড। দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে সরকার কর্তৃক গঠিত উচ্চ-পর্যায়ের কমিটি বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

আরও পড়ুন: Amit Shah On CAA: ‘শরনার্থী-অনুপ্রবেশকারী ফারাক জানেন না’, সিএএ নিয়ে শাহী আক্রমণের মুখে মমতা

আরও পড়ুন : Arjun Singh-BJP: অর্জুনের BJP-তে ঘরওয়াপসির পরতে-পরতে চূড়ান্ত নাটক! আজই দুরন্ত ‘পালাবদল’ বাংলায়?

আরও পড়ুন : Kolkata Weather Today: বেলা বাড়লেই বাম্পার বদল আবহাওয়ায়! তুমুল বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

Ramnath Kovind Droupadi Murmu
Advertisment