হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধণ। ৫০০ বছরের বেশি সময়ের অপেক্ষার অবসান। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে মন্দিরের গর্ভগৃহ। 'প্রাণ প্রতিষ্টা' বা অযোধ্যায় ভগবান রামের মূর্তির অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজো সাজো রব দেশ জুড়ে। ২২ জানুয়ারি , 2024, দুপুর ১২.২০ মিনিটে হবে প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে প্রায় ৮হাজার আমন্ত্রিত অংশগ্রহণের সাক্ষী থাকতে চলেছেন। যার মধ্যে ১৫০০-১৬০০-জন রয়েছেন বিশেষ অতিথি৷
কে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন?
মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত কারা?
রাম মন্দির ট্রাস্ট সমস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী, সমস্ত জাতীয় দলের প্রধান, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, শিল্পপতি মুকেশ আম্বানি এবং গৌতম আদানি, দালাই লামা এবং অভিনেতা অমিতাভ বচ্চন, রজনীকান্ত, মাধুরী দীক্ষিত সহ অনেকেই আমন্ত্রণ জানিয়েছে। অনুষ্ঠানের জন্য প্রবীণ বিজেপি নেতা এল কে আডবানি এবং মুরলি মনোহর যোশীর পাশাপাশি দলের সিনিয়র নেতা উমা ভারতী এবং বিনয় কাটিয়ারকেও আমন্ত্রণ জানিয়েছে - যারা রাম মন্দির আন্দোলনের মুখ ছিলেন ।
মন্দিরের অনুষ্ঠান ছাড়াও প্রধানমন্ত্রী মোদীর সফরসূচী কী?
প্রধানমন্ত্রী মোদী ৩০ ডিসেম্বর মন্দিরের শহরে পৌঁছানোর কথা রয়েছে। তার সফরের সময়, মোদী পুনর্নির্মিত অযোধ্যা রেলওয়ে স্টেশন এবং একটি নতুন বিমানবন্দর উদ্বোধন করবেন এবং একটি সমাবেশে ভাষণ দেবেন, পাশাপাশি তিনি এক রোড শো'য়ে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর জনসভায় আশেপাশের জেলা থেকে দেড় থেকে দুই লাখ মানুষ জড়ো হবেন বলে আশা করা হচ্ছে।
২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। তার আগে সেজে উঠছে অযোধ্যা। সরয়ূর তীরে সাজো সাজো রব। স্টেশন থেকে বিমানবন্দর, সবেতেই এখন রামমন্দিরের ছোঁয়া। মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হচ্ছে চারপাশ। ৩০ ডিসেম্বর অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগে অযোধ্যাজুড়ে কড়া নিরাপত্তা। গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, ডালিয়া ইত্যাদি ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে রাস্তাঘাট।
মন্দিরে কত টাকা খরচ হয়েছে?
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৫ ফেব্রুয়ারি, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২৩ এর মধ্যে রাম মন্দির নির্মাণে ৯০০ কোটি টাকা ব্যয় করেছে, ট্রাস্টের কর্মকর্তারা জানিয়েছেন।