Advertisment

রাম মন্দির মামলার শুনানি শেষ আধ মিনিটে

এদিন মামলা ওঠার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রায় দিয়ে দেন। হরিশ সালভে এবং রাজীব দিওয়ান, দু পক্ষের দুই সিনিয়র আইনজীবী কোনও আবেদনের সুযোগই পাননি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

১৪ টি আবেদনের একযোগে শুনানি হবে

রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলা নিয়ে আবেদনের শুনানি হবে আগামী ১০ জানুয়ারি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ শুক্রবার এই রায় দিয়েছে। এদিন শুনানি হয় মাত্র ৩০ সেকেন্ড। রঞ্জন গগৈ এবং এস কে কাউলকে নিয়ে গঠিত বেঞ্চ জানিয়েছে, এ সম্পর্কিত পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতি বার।

Advertisment

এদিন মামলা ওঠার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রায় দিয়ে দেন। হরিশ সালভে এবং রাজীব দিওয়ান, দু পক্ষের দুই সিনিয়র আইনজীবী কোনও আবেদনের সুযোগই পাননি। দ্রুত শুনানির আবেদন করা আরও একটি মামলা এদিন খারিজ করে দেয় বেঞ্চ।

আরও পড়ুন,শবরীমালা বিক্ষোভের জেরে উত্তাল কেরালা

এলাহাবাদ হাইকোর্ট গত ৩০ সেপ্টেম্বর, ২০১০-এ যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধেই একাধিক আবেদনের ভিত্তিতেই এই মামলা। এলাহাবাদ হাইকোর্ট মেনে নিয়েছিল যে বিতর্কিত ভূমি ভগবান রামচন্দ্রের জন্মস্থান, এবং ওই জমি তিনটি সংঘের মধ্যে ভাগ করে দিতে চেয়েছিল। এলাহাবাদ হাইকোর্টের রায় অনুসারে, নির্মোহী আখড়া সম্প্রদায়, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, উত্তরপ্রদেশ এবং রামলীলা বিরাজমন - এই তিন পক্ষ ২.৭৭ একর করে জমি পাবে।

এ বছরের ২৯ জানুয়ারি প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এস কাউল এবং কে এম জোসেফের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলায় উত্তর প্রদেশ সরকারের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেয়। বেঞ্চের নির্দেশ ছিল জানুয়ারির প্রথম সপ্তাহে যথাযথ বেঞ্চের সামনে মামলা উঠবে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হবে।

আর এসএস সহ বিভিন্ন দক্ষিণপন্থী সংগঠন রাম মন্দির মামলার দ্রুত শুনানির আবেদন করেছিল। সুপ্রিম কোর্ট তাতে না রাজি হওয়ায় এ ব্যাপারে অর্ডিন্যান্স পাশ করানোর দাবিও উঠেছে।

Read the Full Story in English

Ram Temple supreme court Babri Mosque
Advertisment