New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-327.jpg)
রামমন্দির নিয়ে বিরাট আপডেট, দেশবাসীকে কী বললেন অমিত শাহ
রামদেবের কাজের প্রশংসা করেছেন অমিত শাহ
রামমন্দির নিয়ে বিরাট আপডেট, দেশবাসীকে কী বললেন অমিত শাহ
রাম নবমী উপলক্ষে হরিদ্বারে বড়সড় বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রামমন্দির নিয়ে দেশবাসীকে শোনালেন বিরাট সুখবর। অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আগামী বছর রাম নবমীর আগেই খুলে যাবে অযোধ্যার রামমন্দির। হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠের পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে জনগণের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেছেন আগামী রাম নবমীতে রামলালা আর অস্থায়ী মন্দিরে থাকবেন না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাম জন্মভূমির ইস্যু বাবরের সময় থেকেই ঝুলে ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দির নির্মাণে উদ্যোগী হন। তৈরি হচ্ছে বিশাল রামলালা মন্দির। আমার পূর্ণ বিশ্বাস যে আগামী রাম নবমীতে রামলালা আর অস্থায়ী মন্দিরে থাকবেন না। হরিদ্বারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী রাম নবমীতে ভগবান শ্রী রাম তাঁর মন্দিরে থাকবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার দাবি করেছেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস একটি 'পরিবারের' মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সর্দার বল্লভভাই প্যাটেল 'অমর' হয়েছেন। এ নিয়ে পরোক্ষভাবে কংগ্রেসকে নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, "একটি পরিবারকে ঘিরে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংকুচিত হয়ে গিয়েছিল… তিনি (প্রধানমন্ত্রী মোদী) সর্দার প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করে লৌহ মানবের বিশ্বের বৃহত্তম মূর্তি তৈরি করে সর্দার প্যাটেলকে অমর করার কাজ করেছেন। এরসঙ্গেই স্বরাষ্ট্রমন্ত্রী শাহ তার বক্তৃতায় যোগ, সন্ন্যাস এবং যোগগুরু রামদেবের কাজের প্রশংসা করেছেন।