Advertisment

Ram Temple Festivities: প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন, মহাপ্রসাদ বিলি, কী কী থাকছে বাক্সে?

২০০ জনের একটি দল পাঁচ হাজার কেজির বেশি উপাদান দিয়ে তৈরি করেছে এই মহাপ্রসাদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust, 20,000 packets, mahaprasad, Lord Ram Lalla, pran-pratishtha, consecration ceremony, Ram Janmabhoomi Temple, Ayodhya, VVIPs, dignitaries, pure ghee"

২০০ জনের একটি দল পাঁচ হাজার কেজির বেশি উপাদান দিয়ে তৈরি করেছে এই মহাপ্রসাদ।

অপেক্ষার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। মুখ্য যজমানের আসনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়ে গোটা দেশকে সাক্ষী রেখে দুপুর ১২টা ২৯ মিনিট ৪ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যে রামের মূর্তি উন্মোচিত হল। কৃষ্ণপাথরে তৈরি রামলালা মূর্তি সেজেছে ফুল ও সোনা-হীরের অলঙ্কারে, কপালে তিলক। দেশ জুড়ে রাম ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয় রামমন্দির উদ্বোধনের নানা ধর্মীয় আচার। সব শেষে আজ রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। অনুষ্ঠানের পর মন্দির দর্শনের জন্য খুলে দেওয়া হবে।

Advertisment

মূল বিগ্রহ পুজোর পরই কষ্টি পাথরের তৈরি নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়। তাতে মুখ্য যজমানের আসনে বসে পুজো দেন। এদিন সকাল পর্যন্ত বিগ্রহের চোখ সোনালি হলুদ কাপড় দিয়ে বাঁধা ছিল। পুজো শুরু হতেই তা খুলে দেওয়া হয়। বিগ্রহকে প্রতীকী স্নান করানোর পর, তার পর চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ভগবান রামের নতুন বিগ্রহের।

রামলালার মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা, চওড়া ৩ ফুট। ওজন প্রায় ২০০ কেজি। ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে। কালো পাথরের তৈরি এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ। মূর্তির চালচিত্রে রয়েছে বিষ্ণুর দশাবতার–মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। মূর্তির একদিকে হনুমান ও অপর দিকে গরুড়। শুধু তাই নয়, মূর্তির যে মুকুট রয়েছে তাতে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা রাখা হয়েছে। মূর্তির প্রধান বিশেষত্ব হল, একটি কৃষ্ণশিলা দিয়ে তৈরি।

অযোধ্যাধামে শ্রী রাম লালা প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিদের (ভিআইপি) জন্য আয়োজন করা হয়েছে 'মহাপ্রসাদ'-এর। রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে প্রায় আট হাজার বিশেষ অথিতিকে আমন্ত্রণ জানানো হয়। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রাণ প্রতিষ্ঠার পর অতিথিদের মধ্যে এই 'মহাপ্রসাদ' বিতরণ করবে। এছাড়াও অনুষ্ঠান চলাকালীন মন্দির প্রাঙ্গণে অতিথিদের জন্য দেশী ঘি দিয়ে তৈরি খাবার পরিবেশন করা হবে।

২০০ জনের একটি দল পাঁচ হাজার কেজির বেশি উপাদান দিয়ে তৈরি করেছে এই মহাপ্রসাদ। এতে রয়েছে খাঁটি দেশি ঘি, বেসন, চিনি এবং শুকনো ফল। মহাপ্রসাদের 'পবিত্রতা' রক্ষার জন্য বিশেষ যত্ন নেওয়া হয়েছে। এতে সব উপকরণ প্রতিষ্ঠানের তরফে তৈরি করা হয়েছে। মহাপ্রসাদের কোনো উপকরণ বাজার থেকে রেডিমেড কেনা হয়নি।

মহাপ্রসাদের ২০ হাজারের বেশি প্যাকেট প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্যাকেটে থাকবে দুটি লাড্ডু, সরযূ নদীর জল, দেশি ঘি, পাঁচ রকমের ড্রাই ফ্রুটস, বেসন, চিনি দিয়ে বানানো বিশেষ লাড্ডু। ছোট বাক্সে ভরা কন্দমূল, কুমকুম, রুদ্রাক্ষ, হাতে বাঁধার জন্য লাল রংয়ের তাগা, সুপুরি। এছাড়া থাকছে এক কৌটো সিঁদুর এবং রুদ্রাক্ষ।

Ram Temple
Advertisment