Advertisment

রাম মন্দির ট্রাস্টের জন্য অনুমতির প্রয়োজন নেই, জানাল কমিশন

লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, রাম মন্দির নির্মাণের জন্য ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্টের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

author-image
IE Bangla Web Desk
New Update
Election Commission , নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের ঘোষণার জন্য নির্বাচন কমিশনের সম্মতির দরকার নেই সরকারের। দিল্লি ভোটের মুখে বুধবার একথাই জানাল নির্বাচন কমিশন। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভার নির্বাচন থাকায় আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। তাই এই সময়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের কথা ঘোষণার জন্য কমিশনের ছাড়পত্র লাগবে কিনা মোদী সরকারের, এই প্রশ্ন ওঠে। এরই জবাবে কমিশন জানিয়ে দিল যে এজন্য কোনও সম্মতির প্রয়োজন নেই।

Advertisment

এদিন দিনের শুরুতে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, রাম মন্দির নির্মাণের জন্য ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্টের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। একইসঙ্গে মন্দির নির্মাণের জন্য সংসদের সব সদস্যের থেকে সমর্থনের আর্জি জানান মোদী।

আরও পড়ুন: নির্ভয়াকাণ্ডে আইনি ‘ফাঁসে’ ফাঁসি, হাইকোর্ট ফেরাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র

নজিরবিহীনভাবে সংসদে জিরো আওয়ারের আগে এই ঘোষণা করেন মোদী। এছাড়াও প্রধানমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে উত্তরপ্রদেশ সরকার সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দিতেও রাজি হয়েছে। রামমন্দির তৈরির জন্য দেশবাসীকের সহায়তার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। অযোধ্যার ধান্নিপুরে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমমি বরাদ্দ করেছে উত্তর প্রদেশ সরকার।

গত বছর ৯ নভেম্বরে শীর্ষ আদালত অযোধ্যার বিতর্কিত জমির রায় দেয়। রামমন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করতে কেন্দ্রীয় সরকারকে তিন মাস সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে দিল্লি বিধানসভা নির্বাচনের তিন দিন আগে ট্রাস্ট গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Ram Temple election commission
Advertisment