রেকর্ড গতিতে চলছে রাম মন্দির নির্মাণের কাজ, ২৪ ঘণ্টার শিফটে কাজ করছেন ১৬০০ শ্রমিক। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে রেকর্ড গতিতে। গত কয়েক সপ্তাহ ধরে মন্দিরের নির্মাণ কাজ শেষ করতে শ্রমিকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ২৪ ঘন্টার শিফটে কাজ চলছে জোর কদমে। রাম মন্দির নির্মাণ কাজে ১৬০০ শ্রমিককে যুক্ত করা হয়েছে। আগে এই সংখ্যা ছিল ৫৫০। আসলে, ট্রাস্ট ২০২৪ সালের জানুয়ারির মধ্যে মন্দিরের নির্মাণ কাজ শেষ করতে চায়, একথা মাথায় রেখে নির্মাণ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।
মন্দিরের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য কাজের সময়ও বাড়ানো হয়েছে। আগে যেখানে ১৮ ঘণ্টার শিফটে কাজ চলত, তা এখন চলছে ২৪ ঘণ্টার শিফটে। ভগবান রামের গর্ভগৃহের মেঝে ও বৈদ্যুতিক কিছু কাজ এখন বাকি রয়েছে, বাকি কাজ শেষ হয়েছে। এখানেই স্থাপিত হবে ভগবান রামের মূর্তি। আগামী বছরের জানুয়ারি মাসে জমকালো কর্মসূচির মধ্য দিয়ে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান হবে।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রকল্পের ম্যানেজার জগদীশ আফালে জানান, 'মন্দিরের নিচতলা ও প্রথম তলার কাজ জানুয়ারি মাসে শেষ হবে। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার ডিসেম্বর মাসের মধ্যে গ্রাউন্ড ফ্লোরের কাজ শেষ করা, প্রাণ প্রতিষ্টার জন্যই এই কাজ দ্রুত শেষ করতে হবে সেজন্য রেকর্ড গতিতে চলছে রাম মন্দির নির্মাণের কাজ, ২৪ ঘণ্টার শিফটে কাজ করছেন ১৬০০ শ্রমিক। মন্দিরের কাজ শেষ না হওয়া পর্যন্ত ২০২৪ সালের মার্চ পর্যন্ত প্রথম তলায় প্রবেশের অনুমতি ভক্তদের দেওয়া হবে না। প্রকল্প ব্যবস্থাপক জানান, তিন তলার কাজ শেষ করতে দেড় বছর সময় লাগবে। বৃষ্টির কারণে কাজ অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাইরের দেয়ালের কাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও অভ্যন্তরীণ কাজ চলছে জোর কদমেই।
কাজের গতি বাড়াতে এখন ২৪ ঘণ্টার শিফটে চলছে কাজ। ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, শ্রমিকসহ প্রায় ১৬০০ কর্মচারী কাজ করছেন। ট্রাস্টের সদস্য অনিল মিশ্র এবং ইঞ্জিনিয়ারিং টিমের রাধে যোশী জানিয়েছেন যে সন্ধ্যার পরে শুধুমাত্র কার্বিং সংক্রান্ত কাজ বন্ধ হয়ে যায়, বাকি সিভিল কাজ নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে।