Advertisment

রমজানের দিন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, বৃহস্পতিবারের বদলে শুক্রবারে শুরু রমজান মাস 

কলকাতা, পুনে ইত্যাদি কয়েকটি জায়গায় চাঁদ দেখা না যাওয়ার কারণে রমজান মাস নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। এ ক্ষেত্রে শুক্রবার থেকেই শুরু হবে তাঁদের রোজা রাখা। স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা নিয়ে রোজার উপোসেও শুরু হয়েছে ভিন্ন মত পোষণ।

author-image
IE Bangla Web Desk
New Update
ramzan

রমজান শুরুর দিন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই মাসটিকেই পবিত্র রমজান হিসেবে পালন করেন মুসলিমরা। সৌদি আরবের চাঁদ দেখার সংগঠন অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকেই রমজানের উপবাস শুরু হওয়ার কথা। মূলত সৌদি আরবের ঘোষণার পর মসজিদ ই নাখোদা মারকাজি রুইয়াত ই হিলাল কমিটিও বৈঠকে জানান আজ থেকেই শুরু হবে রমজান মাস।

Advertisment

আরও পড়ুন:  মৃত্যু হলেও পাওয়ারগ্রিড হতে দেব না, ভাঙড়ে জয়ের পর বললেন নির্দল প্রার্থী

তবে কলকাতা, পুনে ইত্যাদি কয়েকটি জায়গায় চাঁদ দেখা না যাওয়ার কারণে রমজান মাস নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। এ ক্ষেত্রে শুক্রবার থেকেই শুরু হবে তাঁদের রোজা রাখা। স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা নিয়ে রোজার উপোসেও শুরু হয়েছে ভিন্ন মত পোষণ। কেউ আজ থেকেই শুরু করেছেন রোজার উপোস, কেউ অপেক্ষা করছেন শুক্রবারের। চেন্নাই, পুনে, দিল্লি এবং সুরাতে আজ থেকেই শুরু হয়েছে রমজান মাস। তবে বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি আজ। কাজেই শুক্রবার থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হবে।

ramzan Ramadan Roza
Advertisment