/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/mamata-759-1.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বৃহস্পতিবারেও দেশজুড়ে বহাল বিক্ষোভ। প্রতিবাদে গর্জে উঠেছে উত্তর থেকে দক্ষিণ। এহেন পরিস্থিতিতে বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে আটক হলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। টাউনহল থেকে তাঁকে আটক করে বেঙ্গালুরু পুলিশ, এমনটাই জানিয়েছেন সেখানকার আধিকারিকরা। রামচন্দ্র গুহর সঙ্গে আটক হয়েছেন প্রায় শ'খানেক আন্দোলনকারী। ইতিহাসবিদ রামচন্দ্র গুহর আটকে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বিবৃতিতে তিনি বলেন, "এই সরকার শিক্ষার্থীদের ভয় পাচ্ছে। গান্ধীজির পোস্টার হাতে ধরা, সংবাদমাধ্যমে সিএবি নিয়ে সরব হওয়া ভারতের অন্যতম বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে ভয় পাচ্ছে এই সরকার। আমি এই আটকের নিন্দা করছি। আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে আন্দোলনকারীদের সঙ্গে।"
At least 100 protesters detained from around Bengaluru Town Hall as they turned up for #CAAProtests. @IndianExpress pic.twitter.com/08pJPuLdsf
— Ralph Alex Arakal (@ralpharakal) December 19, 2019
I have just been detained from Lal Qila. About a thousand protesters already detained. Thousands on the way.
Am told we are being taken to Bawana.साझी विरासत, साझी शहादत, साझी नागरिकता pic.twitter.com/RnkUNjfkzo
— Yogendra Yadav (@_YogendraYadav) December 19, 2019
এদিকে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লির লালকেল্লা থেকে গ্রেফতার করা হল স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদবকে। টুইট করে যোগেন্দ্র জানান, "আমাকে লালকেল্লা থেকে এই মাত্র আটক করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় এক হাজার আন্দোলনকারীদের আটক করা হয়েছে। পথে রয়েছেন হাজার হাজার মানুষ। আমাদের বাওয়ানা নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই জানানো হয়েছে।
मेट्रो स्टेशन बंद हैं। इंटरनेट बंद है। हर जगह #Section144 है। किसी भी जगह आवाज उठाने की इजाजत नहीं है। जिन्होंने आज टैक्सपेयर्स का पैसा खर्च करके करोड़ों का विज्ञापन लोगों को समझाने के लिए निकाला है, वही लोग आज जनता की आवाज से इतना बौखलाएँ हुए हैं कि सबकी आवाजें बंद कर रहे हैं।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 19, 2019
দেশের বিভিন্ন জায়গায় যখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে নেমেছেন আন্দোলনকারীরা, ততবারই প্রশাসনের এমন দমননীতিতে এবার ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, "আপনি যতই আওয়াজকে দমন করার চেষ্টা করবেন, ততই জোরালো হয়ে উঠবে প্রতিবাদের সুর"।
Read the full story in English