সভায় গিয়ে এমন বিড়ম্বনায় পড়তে হবে, তা বোধহয় ঘুনাক্ষরেও ভাবেননি তিনি। সভার মধ্যেই আচমকাই ধেয়ে এল অচেনা হাতের পাঁচ আঙুল। এমন দুঃসাহস দেখে তড়িঘড়ি সেই সেই অচেনা হাতকে সরাল পুলিশ। কিন্তু ততক্ষণে বেজায় অস্বস্তিতে মুখ ফ্যাকাশে হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস অটওয়ালের। এত লোকের সামনে কেউ তাঁকে চড় মারার সাহস দেখাবেন, তা ভাবতেও পারেননি মোদী মন্ত্রিসভার ওই সদস্য। আর এমন পরিস্থিতির জন্য পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন জনৈক মন্ত্রী।
তাঁর সভায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল না, সেকারণেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে সরব হয়েছেন ওই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান। মহারাষ্ট্রের থানের অম্বরনাথ টাউন এলাকায় শনিবার একটি জনসভায় গিয়েছিলেন অটওয়ালে। তাঁর বক্তৃতা শেষ হতেই প্রবীণ গোসাবি নামের বছর তিরিশের এক যুবক তাঁকে চড় কষাতে যান। যদিও চড় মারার আগেই শেষমেশ ওই যুবককে ধরে ফেলে পুলিশ। শনিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ এ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, কেজরির চোখে লঙ্কার গুঁড়ো!
রবিবার সকালে এ প্রসঙ্গে এক বিবৃতিতে অটওয়ালে বলেন, ‘‘পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করেনি পুলিশ। যে কারনেই এমন ঘটনা ঘটেছে। আমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তাই অনেকে ঈর্ষার বশে এসব ঘটনা ঘটাচ্ছে। এ নিয়ে আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব।’’
এ ঘটনায় ক্ষুব্ধ দলীয় কর্মীদের শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছেন অটওয়ালে। দলের নেতার সঙ্গে এমন ঘটনার প্রতিবাদে রবিবার অম্বরনাথ এলাকায় বনধ ডেকেছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। এ ঘটনার পরে ওই এলাকা শান্তই রয়েছে বলে জানা গিয়েছে। শান্তিপূর্ণ ভাবেই বনধ চলছে বলে জানা গিয়েছে।
Read the full story in English