Ramlala Pran First Anniversary: রাম মন্দির আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য। এই ঐশ্বরিক ও বিশাল রাম মন্দির উন্নত ভারতের সংকল্প অর্জনে এক মহান অনুপ্রেরণা হয়ে উঠবে। রাম মন্দিরের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শনিবার (১১ জানুয়ারি ২০২৫), রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্ত অযোধ্যায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকের এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানান। যজুর্বেদ পাঠের মধ্য দিয়ে শুরু হয় আজকের এই বিশেষ দিনের উদযাপন। দুপুর ১২:২০ মিনিটে ভগবানের মহা আরতির পর, ভগবানকে ৫৬ভোগ নিবেদন করা হয়।
রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছায় ভরালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই বিশেষ দিন উপলক্ষে সেজে উঠেছে রামমন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে লিখেছেন, "অযোধ্যায় রাম লালার প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তিতে সকল দেশবাসীকে শুভেচ্ছা। "শতবর্ষের ত্যাগ, তপস্যা এবং সংগ্রামের মাধ্যমে নির্মিত এই মন্দিরটি আমাদের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য।" তিনি বলেন, "আমি নিশ্চিত যে এই ঐশ্বরিক এবং মহৎ রাম মন্দিরটি আমাদের সংকল্প অর্জনে এক মহান অনুপ্রেরণা হয়ে উঠবে।" " উন্নত ভারত গড়ার লক্ষ্যে আমাদের অনুপ্রেরণা জোগাবে।"
'রাম মন্দির দেশবাসীর বিশ্বাসের প্রতীক হয়ে থাকবে'
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইনস্টাগ্রামে লিখেছেন, "অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে সকল রাম ভক্তদের আন্তরিক অভিনন্দন। ভগবান রামের জীবন মানবতা ও নৈতিকতার এক অনন্য উদাহরণ। ৫০০ বছরের অপেক্ষার পর গত বছর, প্রধানমন্ত্রী মোদী অযোধ্যায় ভগবান রাম লালার মূর্তি প্রতিষ্ঠা করে সমগ্র দেশে আধ্যাত্মিক চেতনা পুনরুজ্জীবিত করেছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এই মহৎ মন্দিরটি শতাব্দীর পর শতাব্দী ধরে দেশবাসীর বিশ্বাস এবং আকাঙ্ক্ষার প্রতীক হয়ে থাকবে। আমি রাম জন্মভূমি আন্দোলনে অবদান রাখা সকল মহান ব্যক্তিকে সম্মান শ্রদ্ধা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠানে সাধারণ মানুষ অংশ নেবেন। গত বছর ঐতিহাসিক প্রাণ প্রতিষ্ঠার দিনে যারা যোগ দিতে পারেননি তারা এই বর্ষপূর্তিতে রাম মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও, প্রায় ১১০ জন আমন্ত্রিত ভিআইপিও উপস্থিত থাকবেন। ২০২৪ সালের ২২ জানুয়ারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অযোধ্যা মন্দিরে নতুন রাম লালার মূর্তিটির প্রাণ প্রতিষ্ঠা হয়।