চতুর্থ রামনাথ গোয়েঙ্কা স্মারক বক্তৃতার মঞ্চে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
সরকারের পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলিকে কার্যকরী করে তোলার সিদ্ধান্তভারও তাঁর উপর অর্পণ করেছে মোদী সরকার। নতুন দায়িত্বভার গ্রহণের পাঁচ মাস পূরণের পরই নিউ দিল্লিতে অনুষ্ঠিত চতুর্থ রামনাথ গোয়েঙ্কা স্মারক বক্তৃতায় বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর।
সরকারের পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলিকে কার্যকরী করে তোলার সিদ্ধান্তভারও তাঁর উপর অর্পণ করেছে মোদী সরকার। নতুন দায়িত্বভার গ্রহণের পাঁচ মাস পূরণের পরই নিউ দিল্লিতে অনুষ্ঠিত চতুর্থ রামনাথ গোয়েঙ্কা স্মারক বক্তৃতায় বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীন, পাকিস্তান থেকে মধ্য প্রাচ্যে, পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে ভারতের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন একদা বিদেশসচিব তথা বর্তমান বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। সরকারের পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলিকে কার্যকরীভাবে রূপায়ণের দায়িত্বভারও তাঁর উপর অর্পণ করেছে মোদী সরকার। নতুন দায়িত্বভার গ্রহণের পাঁচ মাস পূরণের পরই নয়া দিল্লিতে অনুষ্ঠিত চতুর্থ রামনাথ গোয়েঙ্কা স্মারক বক্তৃতায় বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর।
Advertisment
এর আগে রামনাথ গোয়েঙ্কা স্মারক বক্তৃতায় বক্তব্য রেখেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং বিচারপতি রঞ্জন গগৈ। এ বছর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অনুষ্ঠানটিতে "বিয়ন্ড দ্য দিল্লি ডগমা: ইন্ডিয়ান ফরেন পলিসি ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড" শীর্ষক বিষয়ে বক্তব্য রাখবেন। এরপর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের কন্ট্রিবিউটিং এডিটর এবং ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিসের ডিরেক্টর সি রাজা মোহনের সঙ্গে একটি আলোচনা সভাতেও অংশগ্রহণ করবেন বিদেশমন্ত্রী।
প্রসঙ্গত ২০১৮ সালে বিদেশ সচিব পদে নিযুক্ত হন এস জয়শঙ্কর। তিন দশক ধরে শীর্ষ আমলা তথা বিদেশ মন্ত্রকের গুরুদায়িত্ব পালন করা জয়শঙ্কর ২০১৯ সালে দ্বিতীয় মোদী সরকারের বিদেশমন্ত্রী পদে যোগ দেন। তখন থেকেই তিনি ভারতের বৈদেশিক নীতির বিষয়ে 'ঘরে-বাইরে' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। জটিল কূটনৈতিক বিষয়গুলিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে জয়শঙ্করের বিশেষ দক্ষতা আলোচনাউ উঠে আসে।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন