Advertisment

Ramoji Rao: প্রয়াত প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, রামোজি রাও-য়ের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

হাসপাতাল সূত্রের খবর, শনিবার ভোর ৪টে ৫০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়৷তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

author-image
IE Bangla Web Desk
New Update
Ramoji Rao was the owner of the Ramoji Film City, the world's largest film production facility.

রামোজি রাও রামোজি ফিল্ম সিটির মালিক ছিলেন। (ক্রেডিট: X/@DealsDhamaka)

Ramoji Rao passes away at 87: সোনালি যুগের অবসান। প্রয়াত তেলেগু সংবাদ ও বিনোদন নেটওয়ার্ক ইটিভির প্রধান এবং রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও। পরিবার সূত্রে খবর, গত ৩ দিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার ভোরেই প্রয়াত হন মিডিয়া টাইকুন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ। হাসপাতাল সূত্রের খবর, শনিবার ভোর ৪টে ৫০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়৷তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

Advertisment

রামোজি গ্রুপের অন্যতম চ্যানেল ইটিভি তেলঙ্গানা অনুসারে, রামোজি রাও গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এবং আজ শনিবার ভোর ৪টে বেজে ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর তৈরি ‘রামোজি ফিল্ম সিটি’ বিশ্বের বৃহত্তম সিনেমা সেট। ‘উষাকিরণ মুভিজ’ নামে একটি প্রযোজনা সংস্থারও মালিক ছিলেন তিনি। পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজের বিশিষ্ট শ্রেণীর মানুষ।

তিনি ১৬ নভেম্বর,১৯৩৬-এ জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৪ সালে রাও তেলেগু ভাষার একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা Eenadu চালু করেন। তিনি একজন প্রযোজক হিসাবে ৫০টি চলচ্চিত্র এবং টেলিফিল্মকে প্রয়োজনা করেন। রামোজির রাওয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ এক ট্যুইট বার্তায় তাঁকে মিডিয়া এবং বিনোদন সেক্টরের একজন টাইকুন" বলে অভিহিত করেছেন। এক্স-এর একটি পোস্টে, তিনি লিখেছেন, "একজন উদ্ভাবনী উদ্যোক্তা, তিনি Eenadu সংবাদপত্র, ETV নিউজ নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটি সহ বেশ কয়েকটি উদ্যোগের পথপ্রদর্শক। পদ্মবিভূষণে সম্মানিত, তিনি সফল হয়েছেন কারণ তাঁর দৃষ্টি মূলত সমাজে অন্তর্নিহিত ছিল। এই শিল্পে তাঁর অবদান ভোলার নয়। তাঁর পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার সমবেদনা।"

আরও পড়ুন : < Kolkata Weather Today: কাঁপানো বৃষ্টি উত্তরে, গলদঘর্ম দশা দক্ষিণবঙ্গে, বর্ষা ঢুকতে আর কত দেরি? >

প্রধানমন্ত্রী মোদী যিনি রবিবার তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন তিনি মিডিয়ার রাও-এর অবদানের কথা তুলে ধরে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মোদী লিখেছেন, "তার সমৃদ্ধ অবদান সাংবাদিকতা এবং চলচ্চিত্রের জগতে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে"।

রামোজি রাওকে "ভারতীয় মিডিয়া শিল্পের অগ্রগামী ব্যক্তিত্ব" বলে অভিহিত করে কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধী বলেছেন, "পদ্মবিভূষণ, শ্রী রামোজি রাও, ভারতীয় মিডিয়া শিল্পের অগ্রগামী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা। সাংবাদিকতায় তাঁর অবদান অবিস্মরণীয়"। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি, লিখেছেন, "রামোজি রাওয়ের মৃত্যু তেলেগু প্রেস এবং মিডিয়া জগতে এক শূন্যতা তৈরি করেছে। তাঁর মৃত্যুতে যে অপরিসীম ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তাঁর আত্মা শান্তিতে থাকে। পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা।"

তেলেগু দেশম পার্টি (টিডিপি) প্রধান এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী- মনোনীত চন্দ্রবাবু নাইডু, এক্স-এ একটি পোস্টে, রাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে লিখেছেন, "তাঁর মৃত্যু শুধুমাত্র তেলেগু ভাষাভাষির মানুষের জন্য নয়। দেশের জন্যও একটি বড় ক্ষতি।" তিনি লিখেছেন।সিনিয়র বিজেপি নেতা জি কিশান রেড্ডিও রামোজি রাও মৃত্যুতে শোকপ্রকাশ করে তেলেগু মিডিয়া এবং সাংবাদিকতায় তাঁর উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করেছেন।

Ramoji Rao Death Ramoji Rao modi rahul gandhi
Advertisment