Advertisment

পরবর্তী প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, শপথগ্রহণ ৩ অক্টোবর: সূত্র

এ বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের যে চার বিচারপতি শীর্ষ আদালতের প্রশাসনিক পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিক সম্মেলন করেছিলেন, বিচারপতি গগৈ ছিলেন তাঁদের অন্যতম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ফোটো

কর্মক্ষেত্রে সিনিয়রিটির হিসেব মেনে বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে প্রস্তাব করবেন বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্র। শনিবার বিশ্বস্ত সূত্রে  এ কথা জানা গেছে।

Advertisment

প্রথা অনুসারে বিদায়ী প্রধান বিচারপতি নিজের অবসরের অন্তত ৩০ দিন আগে নিজের উত্তরসূরীর নাম প্রস্তাব করেন, যাতে যথেষ্ট আগে থেকেই পরবর্তী প্রধান বিচারপতির নাম স্থির থাকে।

কেন্দ্রীয় সরকার যদি তাঁর নাম অনুমোদন করে, তবে বিচারপতি রঞ্জন গগৈ ৩ অক্টোবর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দফতরে শপথ গ্রহণ করবেন। বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্র ২ অক্টোবর অবসর গ্রহণ করছেন। তবে সেদিনটি মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে জাতীয় ছুটির দিন হওয়াতে, পয়লা অক্টোবরই তাঁর শেষ কাজের দিন হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন, “আমাকে প্রভাবিত করার চেষ্টা চলছে”: বিস্ফোরক মন্তব্য বিচারপতি ইন্দিরা ব্যানার্জির

আইনমন্ত্রকের তরফ থেকে অগাস্টের শেষ সপ্তাহে প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে অনুরোধ করা হয় তাঁর উত্তরসূরীর নাম প্রস্তাব করার জন্য। প্রথানুসারে আইনমন্ত্রক বিদায়ী প্রধান বিচারপতির কাছে এই নাম জানতে চায়।

এ বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের যে চার বিচারপতি শীর্ষ আদালতের প্রশাসনিক পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিক সম্মেলন করেছিলেন, বিচারপতি গগৈ ছিলেন তাঁদের অন্যতম। ওই সাংবাদিক সম্মেলনে তাঁদের বক্তব্য ছিল, সবকিছু ঠিকঠাক চলছে না। বিচারপতি রঞ্জন গগৈ ছাড়া অন্য যে বিচারপতিরা ওই সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিলেন, তাঁরা হলেন, বিচারপতি জে চেলেমেশ্বর (বর্তমানে অবসরপ্রাপ্ত), বিচারপতি এম বি লোকুর এবং বিচারপতি কুরিয়ান জোসেফ।

বিচারপতি রঞ্জন গগৈ অসম থেকে এসেছেন, এবং তিনিই আসাম এনআরসি আপডেট বিষয়ে দেখভাল করার জন্য সুপ্রিম কোর্টের স্পোশাল বেঞ্চের নেতৃত্বেও রয়েছেন তিনি। ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেছেন রঞ্জন গগৈ, ১৯৭৮ সালে আইনজীবী হিসেবে স্বীকৃতি পান তিনি। ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিযুক্ত হন।

পর, ২০১০ সালের সেপ্টেম্বর মাসে তিনি পাঞ্জার ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হিসেবে বদলি হন, ২০১১ সালের ফেব্রুয়ারিতে ওই আদালতের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১২ সালের এপ্রিল মাসে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হন রঞ্জন গগৈ।

supreme court
Advertisment