উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য়ের অভিযোগে দেশদ্রোহিতার অভিযোগ আনা হল র্যাপ সংগীতশিল্পী তরণ কুমার ধিলোঁ ওরফে হর্দ কাউরের বিরুদ্ধে। হর্দ কাউর বর্তমানে ব্রিটেনের বাসিন্দা।
হর্দের বিরুদ্ধে বুধবার অভিযোগ দায়ের করেছেন শশাঙ্ক শেখর নামের এক স্থানীয় আইনজীবী। ক্য়ান্টনমেন্টের এসএইচও বিজয় প্রতাপ সিং এ কথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন হর্দের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ (দেশদ্রোহিতা), ১৫৩ এ (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্য়ে শত্রুতার বাতাবরণ তৈরি), ৫০০ (মানহানি), এবং ৫০৫ (উত্তেজিত করার উদ্দেশ্য়) ধারায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ আনা হয়েছে তথ্য়প্রযুক্তি আইনের ৬৬ নং ধারাতেও।
এসএইচও আরও জানিয়েছেন, বিষয়টির আরও তদন্তের জন্য় অভিযোগ সাইবার সেলে পাঠানো হবে।
'গ্লাসি', 'মুভ ইয়োর বডি' ইত্য়াদি বহুল প্রচারিত গানের জন্য় খ্য়াতি পেয়েছেন হর্দ কাউর। ফিউচার রেকর্ডস নামে একটি কোম্পানি রয়েছে তাঁর।
র্যাপার হর্দ কাউরের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ
হর্দের বিরুদ্ধে বুধবার অভিযোগ দায়ের করেছেন শশাঙ্ক শেখর নামের এক স্থানীয় আইনজীবী। ক্য়ান্টনমেন্টের এসএইচও বিজয় প্রতাপ সিং এ কথা জানিয়েছেন।
হর্দের বিরুদ্ধে বুধবার অভিযোগ দায়ের করেছেন শশাঙ্ক শেখর নামের এক স্থানীয় আইনজীবী। ক্য়ান্টনমেন্টের এসএইচও বিজয় প্রতাপ সিং এ কথা জানিয়েছেন।
হর্দ কাউর (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস ফাইল)
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য়ের অভিযোগে দেশদ্রোহিতার অভিযোগ আনা হল র্যাপ সংগীতশিল্পী তরণ কুমার ধিলোঁ ওরফে হর্দ কাউরের বিরুদ্ধে। হর্দ কাউর বর্তমানে ব্রিটেনের বাসিন্দা।
হর্দের বিরুদ্ধে বুধবার অভিযোগ দায়ের করেছেন শশাঙ্ক শেখর নামের এক স্থানীয় আইনজীবী। ক্য়ান্টনমেন্টের এসএইচও বিজয় প্রতাপ সিং এ কথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন হর্দের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ (দেশদ্রোহিতা), ১৫৩ এ (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্য়ে শত্রুতার বাতাবরণ তৈরি), ৫০০ (মানহানি), এবং ৫০৫ (উত্তেজিত করার উদ্দেশ্য়) ধারায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ আনা হয়েছে তথ্য়প্রযুক্তি আইনের ৬৬ নং ধারাতেও।
এসএইচও আরও জানিয়েছেন, বিষয়টির আরও তদন্তের জন্য় অভিযোগ সাইবার সেলে পাঠানো হবে।
'গ্লাসি', 'মুভ ইয়োর বডি' ইত্য়াদি বহুল প্রচারিত গানের জন্য় খ্য়াতি পেয়েছেন হর্দ কাউর। ফিউচার রেকর্ডস নামে একটি কোম্পানি রয়েছে তাঁর।