scorecardresearch

নবীকে অসম্মান: নূপুরকে দেদার ধর্ষণ-প্রাণনাশের হুমকি, বহিষ্কৃত বিজেপি নেত্রীকে নিরাপত্তা দিল্লি পুলিশের

উপসাগরীয় দেশগুলির কাছে সম্মানহানি হয়েছে ভারতের। বিজেপি তড়িঘড়ি পদক্ষেপ করলেও অবস্থার বড় বদল হয়নি।

kolkata police issues lookout notice against nupur sharma
কড়া পদক্ষেপ পুলিশের।

মহানবীকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের জেরে উত্তাল পরিস্থিতি। উপসাগরীয় দেশগুলির কাছে সম্মানহানি হয়েছে ভারতের। বিজেপি তড়িঘড়ি পদক্ষেপ করলেও অবস্থার বড় বদল হয়নি। এই অবস্থায় নাকি নূপুর ক্রমাগত মারধোর ও খুনের হুমকি পাচ্ছেন। দিল্লি পুলিশের কাছে এমনটাই দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। হুঁশিয়ারি দেওয়া হচ্ছে নূপুরের পরিবারকেও। ফলে দিল্লি পুলিশের তরফে শর্মা এবং তার পরিবারের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।

সূত্রের খবর, নূপুর শর্মা গত সপ্তাহে বেশ কয়েকবার পুলিশকে ফোন করেছিলেন। অভিযোগ করেছিলেন যে গত মাসে একটি টেলিভিশন বিতর্ক চলাকালীন নবী মহম্মদকে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে এবং তাঁর পরিবারকে হয়রানি করা হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করেছে। তদন্তে যোগ দিতে এবং পুলিশকে সাহায্য করার জন্য টুইটারে একটি নোটিসও পাঠিয়েছে।

গত মাসের ২৭ তারিখ নূপুর শর্মা দিল্লি পুলিশের সাইবার সেল ইউনিটে অভিযোগ দায়ের করে জানান যে, তাঁকে লক্ষ করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে । পরের দিন আইপিসি-র ৫০৬ ধারা (অপরাধমূলক ভীতি প্রদর্শন), ধারা ৫০৭ (বেনামী যোগাযোগের মাধ্যমে অপরাধমূলক ভয় দেখানো) এবং ৫০৯ ধারায় (একজন মহিলার বিনয় অবমাননা) এফআইআর দায়ের করা হয়েছিল।

তদন্তের সময়, শর্মা আরেকটি অভিযোগ দায়ের করেছিলেন। যাতে উল্লেখ রয়েছে যে, একদল লোক ঘটনাটি নিয়ে সোশাল মিডিয়াতে বিদ্বেষ প্রচার করছে। এরপর দিল্লি পুলিশের এক অফিসার বলেন, ‘উক্ত অভিযোগটি খতিয়ে দেখে, মামলায় আইপিসি ধারা ১৫৩-এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার) যুক্ত করা হয়েছিল। আমরা টুইটারে নোটিস পাঠিয়েছি এবং তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।’

আরও পড়ুন- মহম্মদকে নিয়ে মন্তব্যের পরও দমতে নারাজ নুপুর শর্মা, হুমকির পাশাপাশি পাচ্ছেন সমর্থনও

মহানবী সম্পর্কে টেলিভিশন শো-তে দিল্লির বিজেপির মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়। এরপরই মুম্বই এবং হায়দ্রাবাদ পুলিশ সম্প্রদায়িক ঘৃণা এবং ধর্মীয় অনুভূতির অবমাননার জন্য শর্মার বিরুদ্ধে মামলা করে। রবিবার বিজেপি নীপুর শর্মা এবং আরেক মুখপাত্র নবীন কুমার জিন্দালকে দল থেকে বরখাস্ত করে।

আরও পড়ুন- নবীকে নিয়ে বিজেপি নেত্রীর কু-কথার জের, কুয়েতের সুপার মার্কেট থেকে সরল ভারতীয় পণ্য, দেখুন ভিডিও

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Rape death threats delhi police provide security to nupur sharma