ধর্ষণের শিকার এক মহিলার সঙ্গে ফের যৌন নির্যাতন। বিচারকের কাছে বয়ান রেকর্ড করতে গিয়ে ফের যৌন নির্যাতনের শিকার হন ধর্ষিতা। এই ঘটনা সামনে আসতে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে ম্যাজিস্ট্রেটের চেম্বারেই যৌন নির্যাতন করা হয় ওই মহিলাকে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ধলাই জেলায়।
indianexpress.com-এর কাছে এক লিখিত বিবৃতিতে, মহিলা জানান “আমাকে আমার বক্তব্য রেকর্ড করার জন্য ডাকা হয়েছিল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের চেম্বারে। আমি সেখানে পৌঁছানোর পর তিনি আমাকে তাঁর চেম্বারে একা যেতে বলেন এবং মহিলা পুলিশ কর্মীদের বাইরে থাকতে বলেন। চেম্বারে ঢুকতেই আমার পিছনে দরজা বন্ধ করে দেন তিনি। আমার সঙ্গে কী ঘটেছে তা বর্ণনা করতে বলেছিলেন। আমি বিবৃতি দিচ্ছিলাম। তখন তিনি আমাকে উঠে দাঁড়াতে বলেন এবং আমাকে জড়িয়ে ধরে যৌন হেনস্থা করেন।”
ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেছেন যে '১৩ ফেব্রুয়ারি মহিলাকে তার বাড়িতেই এক যুবক ধর্ষণ করেন বলেই অভিযোগ। ১৬ ফেব্রুয়ারি তাকে সাক্ষ্য দেওয়ার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অফিসে তলব করা হয়েছিল, যখন বিচারকের তাকে যৌন হয়রানির করেন বলেই অভিযোগ জানান ওই মহিলা'।
এই বিষয়ে মহিলার স্বামী বলেন, “আমি একজন দিনমজুর। একজন বিচারক যদি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাহলে মানুষ কোথায় সুবিচার পাবে"। ঘটনা তদন্তে জেলা ও দায়রা জজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে।