Advertisment

'তলোয়ার বা সরকার নয়-মেয়েদের সংস্কারেই রুখবে ধর্ষণ', বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য

বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের মন্তব্যে অস্বস্তি বাড়ল বিজেপির।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং

হাথরাসে দলিত তরুণীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় প্রবল চাপে যোগী সরকার। সিবিআি তদন্তের সুপারিশ করেছে উত্তরপ্রদেশ সরকার। এর মধ্যেই বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের মন্তব্যে অস্বস্তি বাড়ল বিজেপির। সুরেন্দ্রর দাবি, 'তলোয়ার বা সরকার নয়, মেয়েদের সংস্কারেই ধর্ষণ রুখতে পারে।'

Advertisment

সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ককে বলতে শোনা যাচ্ছে যে, 'এই ধরনের ঘটনা সংস্কার দিয়েই রোখা যাবে, শাসন বা তলোয়ার দিয়ে আটকানো অসম্ভব। সব বাবা-মা'র ধর্ম হল, নিজের কমবয়স্ক এবং যুবতী মেয়েদের সংস্কারের আবহে বড় করে তোলা। সংস্কারের মধ্যে শালীন ব্যবহার শেখানো উচিত।'

উত্তরপ্রদেশের যোগীরাজকে 'রাম রাজ্যের বদলে জঙ্গলরাজ' বলে কটাক্ষ করেছে একদা বিজেপির সহযোগী শিবসেনা। 'ধর্ষণের মত অপরাধ রুখতে বাবা-মায়েদের উচিত মেয়েদের 'সংস্কার' শেখানো।' এক্ষেত্রে তিনি মূল্যবোধ, শালীনতার কথা তুলে ধরেছেন।

আরও পড়ুন- নির্যাতিতার ভিডিও টুইট করে বেকায়দায় বিজেপির আইটি সেলের প্রধান

সরকার ও মূল্যবোধ একত্রে দেশকে সুন্দর করে তুলবে ও এই ধরণের কদর্য কাজ রুখবে বলে মনে করেন সুরেন্দ্র সিং।

হাথরাসে দলিত তরুণীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় অস্বস্তিতে উত্তরপ্রদেশ সরকার। বিরোধী দলগুলোর নিশানায় বিজেপির যোগী প্রসাসন। ঘটনার তদন্তে সিট গঠন, পাঁচ সরকারি আমলাকে সাপেন্ড করেও বিক্ষোভ বা অসন্তোষে জল ঢালা যায়নি। শনিবার হাখরাসকাণ্ডের সিবিআই তদন্তের সুপারিশ করেছে রাজ্য সরকার। রাতে পরিবারকে অন্ধকারে রেখে জোর করে তরুণীর দেহ সৎকারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এলাহাবাদ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা পর্যন্ত দায়ের করেছে। জবাবদিহি করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। তার মাঝেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন গেরুয়া শিবিরের বিধায়ক।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rape uttar pradesh bjp
Advertisment