হানি সিংয়ের কাছ থেকে ৫০ লাখের দাবি। টাকা না পেলে প্রাণে মেরে ফেলার হুমকি। এবার ভয়ঙ্কর অভিযোগে নাম জড়াল মুসে ওয়ালা খুনের মূলচক্রী গোল্ডি ব্রারের। কী অভিযোগ হানি সিং-এর? তিনি তার অভিযোগে জানিয়েছেন, ‘আমেরিকায় থাকাকালীন আমার ম্যানেজারকে ফোন করে আমাকে খুনের হুমকি দেওয়া হয়। আমি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছি। তিনি আমাকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন’।
কানাডায় বসে গ্যাংস্টার গোল্ডি ব্রারের নিশানায় বিখ্যাত র্যাপার ও গায়ক হানি সিং। গোল্ডি ব্রারের নজরে এবার হানি সিং। তার কাছ থেকে ফোনে ৫০ লক্ষ টাকা দাবি করেন এই গ্যাংস্টার। এমনই অভিযোগ গায়কের। এই মর্মে তিনি থানায় একটি অভিযোগও করেছেন। ভয়েস নোটের মাধ্যমে গ্যাংস্টারের কাছ থেকে হুমকি পেয়েছেন র্যাপার ও গায়ক হানি সিং।
ইতিমধ্যেই দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন হানি সিং। ভয়েস নোটটি পরীক্ষা করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল টিম। দিল্লি পুলিশের বিশেষ পুলিশ কমিশনার এইচজিএস ধালিওয়াল হুমকি ফোনের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্পেশাল সেলের এক সিনিয়র আধিকারিক বলেছেন যে অভিযোগে হানি সিং বলেছেন যে গ্যাংস্টার গোল্ডি ব্রার তাকে একটি ভয়েস নোট পাঠিয়েছেন। সেখানে তার কাছে থেকে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
হানি সিং এব্যাপারে জানিয়েছেন, তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, তার ম্যানেজার হুমকি কল পেয়েছিলেন। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গায়ক জানিয়েছেন যে তিনি দিল্লির পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছেন এবং নিরাপত্তার দাবি করেছেন। পুলিশ কমিশনার গায়ককে আশ্বাস দিয়েছেন দিল্লি পুলিশের বিশেষ সেল বিষয়টির তদন্ত করবে।
হুমকি পাওয়ার পর স্বাভাবিক ভাবেই খুবই আতঙ্কিত গায়ক। তিনি বলেন, ‘আমার জীবনে এই প্রথম এমন ঘটনা ঘটেছে। মানুষ সব সময় অনেক ভালোবাসা দিয়েছে। এই প্রথম এমন হুমকি পেলাম। গোল্ডি ব্রার সম্প্রতি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের পর শিরোনামে রয়েছেন। সম্প্রতি বলিউড অভিনেতা সলমনকে হত্যার হুমকিও দিয়েছেন তিনি।