Advertisment

Ratan Tata death news: অমূল্য 'রতন' হারাল ভারত তথা গোটা বিশ্ব, শিল্পপতির প্রয়াণে শোকপ্রকাশ মোদী-মমতার

Ratan Tata Passes Away: একটি যুগের অবসান। দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বুধবার সব শেষ। প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মৃত্যুতে গোটা বিশ্বে শোকের ছায়া।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Ratan Tata Passes away: প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা

Ratan Tata Passes Away: প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা।

Ratan Tata Passes Away: ভারতীয় তথা বিশ্বের শিল্পবাণিজ্য জগতে মহীরুহ পতন। প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা। বুধবার রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বয়সজনিত কারণে বেশ কয়েকদিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন রতন টাটা। তাঁর প্রয়াণে ভারত তথা গোটা বিশ্বে শোকের ছায়া।

Advertisment

তিনি গুরুতর অবস্থায় ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি হাসপাতালে। সেখানে নিবিড় পরিচর্যায় ছিলেন। রতন টাটা সোমবার জানিয়েছিলেন যে তাঁর বয়স এবং সম্পর্কিত চিকিৎসা অবস্থার কারণে তিনি নিয়মিত চেক আপ করছেন।

২০০৮ সালে, তিনি পদ্মবিভূষণ, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পান। ২০০০ সালে তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ প্রাপ্তির হয় তাঁর। রতন টাটা ১৯৬১ সালে টাটাতে যোগ দেন, যেখানে তিনি টাটা স্টিলের দোকানে কাজ করতেন। পরবর্তীতে ১৯৯১ সালে অবসর নেওয়ার পর তিনি টাটা সন্সের চেয়ারম্যান হিসাবে জেআরডি টাটার স্থলাভিষিক্ত হন। তাঁর মেয়াদে টাটা গ্রুপ টেটলি, জাগুয়ার ল্যান্ড রোভার এবং কোরাসকে অধিগ্রহণ করে, একটি বৃহত্তর ভারতকেন্দ্রিক গোষ্ঠী থেকে টাটাকে একটি বৈশ্বিক ব্যবসায় পরিণত করার প্রয়াসে।

আরও পড়ুন হাসপাতালে ভর্তি প্রবীণ শিল্পপতি! কেমন আছেন রতন টাটা? বিরাট উদ্বেগে ভক্তরা

রতন টাটা বিশ্বের অন্যতম বৃহৎ জনহিতৈষী হিসাবে পরিচিত ছিলেন। তিনি তাঁর আয়ের প্রায় ৬০-৬৫% দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন।

শোকপ্রকাশ মোদী এবং মমতার

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, 'শ্রী রতন টাটাজির সঙ্গে অগণিত সাক্ষাতে আমার মন ভরে গেছে। আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন প্রায়ই গুজরাটে তাঁর সঙ্গে দেখা হত। আমরা বিভিন্ন বিষয়ে মত বিনিময় করতাম। আমি তাঁর দৃষ্টিভঙ্গি খুব সমৃদ্ধ খুঁজে পেয়েছি। আমি যখন দিল্লিতে আসি তখনও এই দেখাসাক্ষাৎ চলতে থাকে। তাঁর মৃত্যু চরম বেদনার। এই দুঃসময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সঙ্গে আমার সমবেদনা রয়েছে। ওম শান্তি।'

 

রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার মৃত্যুতে শোকাহত। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা এবং একজন জন-উৎসাহী জনহিতৈষী। তাঁর মৃত্যু ভারতীয় ব্যবসায়িক জগৎ ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হবে। তাঁর পরিবারের সকল সদস্য ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।'

ratan tata General News Tata Sons
Advertisment