Advertisment

নতুন ভূমিকায় রতন টাটা, মনোনিত করলেন খোদ প্রধানমন্ত্রী মোদী

রতন টাটা ছাড়াও পিএম কেয়ার ফান্ডের বাকি দুই সদস্য হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কেটি থমাস এবং প্রাক্তন ডেপুটি স্পিকার কারিয়া মুণ্ডা।

author-image
IE Bangla Web Desk
New Update
ratan tata now pm-cares trustee

জানেন রতন টাটার ভাললাগার কাজ কোনটি, ভিডিওতে নিজেই ফাঁস করলেন সেকথা…..

করোনাকালে তৈরি করা হয় পিএম কেয়ার ফান্ড। যা নিয়ে বিরোধী দলগুলির প্রবল অভিযোগ। এবার সেই পিএম কেয়ার ফান্ডের অন্যতম ট্রাস্টি হিসাবে নিযুক্ত করা হল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে একটি বৈঠক হয়। সেখানেই রতন টাটা সহ মোট তিন জনকে পিএম কেয়ার ফান্ডের ট্রাস্টি হিসাবে মনোনিত করা হয়।

Advertisment

রতন টাটা ছাড়াও পিএম কেয়ার ফান্ডের বাকি দুই সদস্য হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কেটি থমাস এবং প্রাক্তন ডেপুটি স্পিকার কারিয়া মুণ্ডা। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

এছাড়া ট্রাস্ট পিএম কেয়ারের উপদেষ্টা বোর্ড গঠনের জন্য তিনটি নাম মনোনীত করেছে। এঁরা হলেন, ভারতের প্রাক্তন কমট্রোলার ও অডিটর জেনারেল রাজীব মেহরিশি, ইনফোসিস ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারপার্সন সুধা মূর্তি এবং টিচ ফর ইন্ডিয়ার সহ-প্রতিষ্ঠাতা এবং ইন্ডিকর্পস ও পিরামল ফাউন্ডেশনের প্রাক্তন সিইও আনন্দ শাহ৷

প্রধানমন্ত্রী মরেন্দ্র মোদী জানিয়েছেন, নতুন ট্রাস্টি এবং উপদেষ্টাদের অংশগ্রহণ 'পিএম কেয়ার ফান্ডের কার্যকারিতাকে আরও বাড়াবে।' মোদীর দাবি, 'মনোনিত ট্রাস্টি ও পরামর্শদাতাদের জনজীবনের অভিজ্ঞতা পিএম কেয়ার ফান্ডকে জনসাধারণের প্রয়োজনে আরও ক্রিয়াশীল করবে।'

পিএম কেয়ার ফান্ডে অবদানের জন্য প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। সরকারি বিবৃতি অনুসারে, পিএম কেয়ার ফান্ডের সাহায্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপেরঅন্যতম পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কীম। এই তহবিলের মাধ্যমে এখনও ৪ হাজার ৩৪৫টি শিশুকে সহায়তা করছে বলে সরকার তথ্যে প্রকাশ।

এক বিবৃতিতে বলা হয়েছে, পিএম কেয়ার ফান্ড বৃহত্তর ক্ষেত্রে কাজ করবে৷ কেবলমাত্র ত্রাণ দিয়ে সহায়তা নয়, বরং দ্রুত পদক্ষেপ করা ও নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে দুর্যোগের পরিস্থিতি যাতে তৈরি না-হয় সেদিকেও নজর রাখবে ৷

PM CARES Fund modi PM CARES ratan tata
Advertisment