Advertisment

Puri Jagannath Temple-Ratna Bhandar: খোলা হয়েছে জগন্নাথ মন্দিরের রত্নভান্ডার, কী আছে সেখানে? জানা গেল কিছু?

Puri Jagannath Temple: ৪৬ বছর ধরে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রত্ন ভান্ডারের কক্ষ বন্ধ ছিল। ওড়িশায় নতুন বিজেপি সরকার সেই রত্ন ভান্ডার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পবিত্র মুহূর্ত ধরে গতকাল দুপুর ১.২৮ মিনিটে খোলা হয়েছে পুরীর রত্ন ভান্ডারের দরজা। রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ১১ জনের বিশেষ কমিটির সদস্যরা ঢুকেছিলেন রত্ন ভান্ডারের কক্ষে।

author-image
IE Bangla Web Desk
New Update
odisha bjp government big decision on puri Jagannath temple

Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ দেবের মন্দির।

Ratna Bhandar opening of Jagannath Temple: চার দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটেছে। খোলা হয়েছে পুরীর জগন্নাথ দেবের রত্ন ভান্ডারের কক্ষ। পুরীর প্রাচীন এই জগন্নাথ দেবের মন্দিরের রত্ন ভান্ডারে কী কী রয়েছে তা নিয়ে কৌতূহলের অন্ত নেই। গতকাল চাবি না মেলায় শেষমেষ রত্ন ভান্ডারের ভিতরের কক্ষের তালা ভেঙে ঢোকা হয়েছিল।

Advertisment

প্রায় ৫০ বছর ধরে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রত্ন ভান্ডারের কক্ষ বন্ধ ছিল। ওড়িশায় নতুন বিজেপি সরকার সেই রত্ন ভান্ডার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পবিত্র মুহূর্ত ধরে গতকাল দুপুর ১.২৮ মিনিটে খোলা হয়েছে পুরীর রত্ন ভান্ডারের দরজা। রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ১১ জনের বিশেষ কমিটির সদস্যরা ঢুকেছিলেন রত্ন ভান্ডারের কক্ষে।

কী রয়েছে এই রত্ন ভান্ডারে? জানা গেল কিছু?

পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রত্ন ভান্ডারের কী কী রয়েছে সে ব্যাপারে বিস্তারিতভাবে মুখ খুলতে চায়নি মন্দির কর্তৃপক্ষ। রত্ন ভান্ডারের ভিতরে দুটি রত্ন কক্ষ রয়েছে। দুটি কক্ষের ভিতরে রয়েছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার অলঙ্কার। জানা গিয়েছে, বাইরের কক্ষ থেকে অলঙ্কার সিন্দুকে ভরে বের করে রাখা হয়েছে।

আরও পড়ুন- West Bengal Weather Today: বেলা বাড়লেই বিরাট বদল আবহাওয়ায়! জোরালো বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

তবে ভিতরের কক্ষ থেকে প্রায় কিছুই বের করা যায়নি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সময় পেরিয়ে যাওয়ার কারণে কাজ বন্ধ করে দিতে তাঁরা বাধ্য হয়েছিলেন। চাবি না মেলায় ভিতরের কক্ষে তালা ভেঙে ঢোকা হয়েছে। রত্ন সামগ্রী উদ্ধারের কাজ ঠিক কবে শুরু হবে সেব্যাপারে পরে দিনক্ষণ জানানো হবে।

আরও পড়ুন- Eastern Rail: যুগান্তকারী মাইলফলক স্পর্শ রেলের! এমন অভূতপূর্ব উদ্যোগের ঢালাও প্রশংসা

১১ জনের বিশেষজ্ঞ কমিটি জগন্নাথ দেবের মন্দিরের রত্ন ভান্ডারে কী কী রয়েছে সে ব্যাপারে বিশদে কিছু ব্যাখ্যা করেননি। এই রত্ন ভান্ডারে প্রায় দু'শো রকমের বহুমূল্য গয়না রয়েছে। সূত্রের খবর, এই জগন্নাথ দেবের মন্দিরের রত্ন ভান্ডারে কোনও কোনও গয়নার ওজন প্রায় দেড় কেজি। ভারী রূপোর গয়না থাকারও কথা মন্দিরের ভিতরের রত্ন ভান্ডারের কক্ষে।

odisha Puri Jagannath Temple
Advertisment