পদত্যাগের পর 'গোদী মিডিয়া'র বিরুদ্ধে বার্তা রবীশ কুমারের, দেশবাসীকে পাশে থাকতে আহ্বান

ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন করলে, সাংবাদিকের পাশে থাকুন। দেশবাসীর প্রতি আহ্বান রবীশের।

ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন করলে, সাংবাদিকের পাশে থাকুন। দেশবাসীর প্রতি আহ্বান রবীশের।

author-image
IE Bangla Web Desk
New Update
Ravish Kumar

রবীশ কুমার (ফাইল ফুটেজ)

এনডিটিভির সঙ্গে কয়েক দশকের সম্পর্ক। সেই সম্পর্কে ইতি টেনেছেন রবীশ কুমার। যেন সংস্থার কাছে ইন্দ্রপতন। একাই দীর্ঘদিন ওই মিডিয়া হাউসের অনেকখানি টেনে নিয়ে গিয়েছেন। তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে। সংস্থা মুখ খুলেছিল। প্রেসিডেন্টের বিদায়ী বার্তায় আগামীর শুভেচ্ছাও ছিল। কিন্তু, আর পাঁচটা কোম্পানির সঙ্গে গণমাধ্যমের পার্থক্য আছে। আর, সেই গণমাধ্যমের তিনি তারকা।

Advertisment

জাত সাংবাদিকের কাছে সত্য উদ্ঘাটনের একটি তাড়না থাকে। সেই তাড়নাই যেন মুখ খোলাল রবীশ কুমারকে। সামান্য বলেও তিনি যেন অনেকটাই বলে দিলেন। রবীশ জানিয়েছেন, ক্ষমতাবানরা তাঁকে অনেকবার স্তব্ধ করার চেষ্টা করেছেন। সেই সময় দেশবাসী তাঁর পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশবাসীর কাছে সাংবাদিকদেরকে সমর্থন করার আবেদন জানিয়েছেন। তাতে, 'গণতন্ত্র যখন গুরুতর হুমকির মুখে', সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করার সাহস পাবেন।

Advertisment

এক ইউটিউব ভিডিওতে রবীশ কুমার বলেছেন, 'এমন এক সময়ে যখন দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছিল, ক্ষমতায় থাকা লোকেরা অনেকের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা করেছিল, তখন দেশের মানুষই আমার প্রতি অগাধ ভালোবাসা দেখিয়েছিলেন। আমার শ্রোতা ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আমি এই লোকদের আমার কাজের প্রতি সমর্থন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। যা এখন আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে চলবে।'

আরও পড়ুন- কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ, বাংলা ছেড়ে সটান দিল্লির ED দফতরে তৃণমূল নেতা

পদত্যাগের কারণ ও অবস্থান স্পষ্ট করে বার্তায় রবীশ আরও বলেন, 'আপনারা সবাই আমার সত্তার অন্তর্ভুক্ত। আপনাদের ভালোবাসা আমার সম্পদ। আপনারা নিজেদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দর্শকদের সঙ্গে একতরফাভাবে দীর্ঘসময় ধরে কথা বলেছেন। এরকম ইউটিউব চ্যানেলই আমার নতুন ঠিকানা। গোদী মিডিয়ার দাসত্বের বিরুদ্ধে সবাইকে লড়তে হবে।'

Read full story in English

Modi Government NDTV Ravish Kumar