Advertisment

আরবিআই-একাধিক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক-এলআইসির সৌজন্যে পিএম কেয়ারে ২০৫ কোটি টাকা

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে করা আরটিআই-য়ের ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কেন্দ্রের বিভিন্ন নবরত্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পিএম কেয়ারে অনুদান দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই), অন্তত সাতটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক, ন্যূনতম সাতটি শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ও বীমা সংস্থা। পিএম কেয়ার তহবিলে এই সব সংস্থা থেকে মোট ২০৪.৭৫ কোটি টাকা জমা পড়েছে। প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের বেতন থেকেই ওই টাকা দেওয়া হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে করা আরটিআই-য়ের ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে।

Advertisment

তথ্য অনুযায়ী, ভারতীয় জীবন বীমা নিগম (এলআইসি), জেনারেল ইন্সুরেন্স কোম্পানি, ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক তাদের সামাজিক দায়বদ্ধতা তহবিল ও অন্যান্য খাতে বরাদ্দ থেকে পিএম কেয়ারে পৃথকভাবে দিয়েছে ১৪৪.৫ কোটি টাকা।

আরটিআই-য়ের জবাব দিয়েছে ১৫ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক ও প্রতিষ্ঠান। যার ভিত্তিতে জানা গিয়েছে ওই সংস্থাগুলো মোট ৩৪৯.২৫ কোটি টাকা পিএম কেয়ার তহবিলে দিয়েছে।

আরও পড়ুন- নবোদয় স্কুল-আইআইটি-আইআইএমের সৌজন্যে পিএম কেয়ারে ২১.‌৮১ কোটি টাকা

এই তহবিলের পরিচালন ব্যবস্থা প্রধানমন্ত্রীর দফতরের নিয়ন্ত্রাধীন। কেন্দ্র আগে জানিয়েছিল, পেএম কেয়ারস তহবিলে কারা অনুদান দিয়েছে তা জানানো যাবে না। কারণ এই তহবিল ‘সরকারি কর্তৃত্বাধীন বা পাবলিক অথরিটি নয়। আরটিআই আইনের আওতাধীন নয়।’ সরকারি ওয়েবসাইট অনুসারে, পেএম কেয়ারস তহবিল গঠনের পরপরই (৩১ মার্চ, ২০২০) ওই তহবিলে ৩,০৭৬.৬২ কোটি টাকা জমা পড়েছিল। ওই অর্থ ‘স্বেচ্ছা অনুদান’ বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।

এলআইসি আরটিআই-য়ের ভিত্তিতে জানিয়েছে যে, পিএম কেয়ারে তারা ১১৩.৬৩ কোটি টাকা সংস্থার বিভিন্ন বরাদ্দ থেকে দিয়েছে। এর মধ্যে কর্মীদের বেতন থেকে ৮.৬৪ কোটি, ১০০ কোটি কর্পোরেট কমিউনিকেশন এবং ৫ কোটি গোল্ডেন জুবিলি ফাউন্ডেশন থেকে।
রেকর্ড অনুসারে, ৩১ মার্চ এলআইসি পিএম কেয়ারে ১০০ কোটি টাকা দিয়েছিল। ওই মাসেই সংস্থার তরফে আরও ৫ কোটি দেওয়া হলেও তা জমার নির্দিষ্ট কোনও তারিখের উল্লেখ নেই।

এসবিআই পিএম কেয়ারে দিয়েছে ১০৭.৯৫ কোটি টাকা। এর মধ্যে ১০০ কোটি দেওয়া হয় ৩১ মার্চ। কর্মীদের বেতন থেকেই সম্পূর্ণ অনুদান দেওয়া হয়েছে বলে আরটিআই তথ্যে জানিয়েছে এসবিআই।

আরও পড়ুন- নবরত্ন থেকে মহারত্নের সৌজন্যে পিএম কেয়ারে ২,১০৫ কোটি টাকা

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) কর্মীদের বেতন থেকেই পিএম কেয়ারে দিয়েছে ৭.৩৪ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে করা আরটিআই-য়ের জবাবে জানিয়েছে...

* বিস্তারিত তথ্য না দিলেও কানাড়া ব্যাঙ্ক জানিয়েছে পিএম কেয়ারে তাদের অবদান ১৫.৫৩ কোটি টাকা।
* ইউনিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের কর্মীদের একদিনের বেতন পিএম কেয়ারে জমা করেছে। মোট জমার পরিমান ১১.৮৯ কোটি টাকা।
* কর্মীদের দু'দিনের বেতন (মোট-১১.৮৯ কোটি) পিএম কেয়ারে দিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক।
* ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র দিয়েছে ৫ কোটি টাকা।
* এসআইজিবিআই, স্মল ইন্ডাস্ট্রি ডেভালপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিএঅম কেয়ারে দিয়েছে মোট ৮০ লক্ষ টাকা।
* জেনারেল ইন্সুরেন্স কোম্পানি কর্মীদের একদিনের বেতনের অর্থ ১৪.৫১ লক্ষ পিএম কেয়ারে অনুদান দিয়েছে।
* আইআরডিএআই কর্মীদের বেতন থেকে দিয়েছে ১৬.০৮ লক্ষ টাকা।
* ন্যাবার্ডের দেয় অর্থ ৯.০৪ কোটি। কর্মীদের বেতন থেকেই এই অর্থ প্রদান করা হয়েছে।
* ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক কর্মীদের বেতন থেকে দিয়েছে ৩.৮২ লক্ষ টাকা।

এলআইসি ব্যাতীত, কর্মীদের বেতনের অর্থ ছাড়াও যেসব সংংস্থা পিএম কেয়ারে অর্থ দিয়েছে সেগুলো হল জেনারেল ইন্সুরেন্স কোম্পানি (সামাজিক দায়বদ্ধতা খাত থেকে ২২.৮ কোটি), এসআইজিবিআই (সামাজিক দায়বদ্ধতা খাত থেকে ১৪.২ কোটি), ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক (সামাজিক দায়বদ্ধতা খাত থেকে ২.৫ কোটি টাকা)।

আরটিআই-য়ের জবাবে এক্সিম ব্যাঙ্ক জানিয়েছে ২০১৯-২০ অর্থবর্ষ থেকে পিএম কেয়ারে সংস্থাটি ১ কোটি টাকা দিয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi RBI modi
Advertisment