scorecardresearch

কিংফিশারকাণ্ডে পিএনবি-র ওপর ৫০ লক্ষ টাকা জরিমানা

“১০ জুলাই, ২০১৮ তে জমা দেওয়া কিংফিশার এয়ারলাইন্স জালিয়াতি বিষয়ক রিপোর্ট কে বিলম্বিত বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক”।

কিংফিশারকাণ্ডে পিএনবি-র ওপর ৫০ লক্ষ টাকা জরিমানা

দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওপর ৫০ লক্ষ টাকা জরিমানা ধার্য করল আরবিআই। কিংফিশার এয়ারলাইন অ্যাকাউন্টে জালিয়াতির তথ্য দিতে দেরি করেছে পিএনবি। এই মর্মে ব্যাঙ্কের ওপর জরিমানা ধার্য করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “১০ জুলাই, ২০১৮ তে জমা দেওয়া কিংফিশার এয়ারলাইন্স জালিয়াতি বিষয়ক রিপোর্ট কে বিলম্বিত বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক”।

আরও পড়ুন, অমরনাথের পর বাতিল মাছিল যাত্রাও, আতঙ্কে ত্রস্ত উপত্যকা

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ব্যাঙ্কিং রেগুলেটরি অ্যাক্ট, ১৯৪৯ অনুযায়ী ব্যাঙ্কের ওপর ৫০ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।সম্প্রতি ব্যাঙ্ক অব বরোদা জানিয়েছে, অন্য একটি জালিয়াতি কাণ্ডে আরবিআই তাদের ওপরেও ৫০ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Rbi imposes rs 50 lakh fine on pnb for delay in reporting fraud in kingfisher airlines