RBI MPC সভার সিদ্ধান্ত: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি পর্যালোচনা সভা আজ শেষ হয়েছে। শুরু হয় ৪ অক্টোবর। এর পরে, আজ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য দেন।
মনেটরি পলিসির বৈঠক শেষে আজ রেপো রেট সংক্রান্ত বড় ঘোষণা করেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে MPC কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এই ত্রৈমাসিকে রেপো রেট ৬.৫ শতাংশ থাকবে। উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল্যস্ফীতির উদ্বেগের কারণে ধাপে ধাপে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল আরবিআই।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই ঋণ গ্রহণকারীদের বড় স্বস্তি দিয়েছে। RBI MPC-এর বৈঠকে মূল সুদের হার অর্থাৎ রেপো রেট-এ কোনও পরিবর্তন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেপো রেট ৬.৫০ শতাংশে স্থির রাখা হয়েছে। RBI-এর মুদ্রানীতি পর্যালোচনা সভা (RBI MPC সভা) ৪ অক্টোবর থেকে শুরু হয়েছিল, যা আজ শেষ হয়েছে।
বৈঠকে রেপো রেট, মূল্যস্ফীতি, জিডিপি অন্যান্য অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। আজ সভা শেষ হওয়ার পরে, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আরবিআই এমপিসির সিদ্ধান্তগুলি সম্পর্কে অবহিত করেন। টানা চতুর্থবারের মতো রেপো রেট অপরিবর্তিত রেখেছে আরবিআই। এটি ঋণের সুদের হার প্রভাবিত করবে না। ব্যাঙ্কগুলি সাধারণত রেপো রেট পরিবর্তন হলেই ঋণের সুদের হার পরিবর্তন করে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসেও রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছিল আরবিআই। তবে গত এপ্রিল মাসে রেপো রেট অপরিবর্তিত রাখা হয়। জুন ও অগস্ট মাসেও পরিবর্তন করা হয়নি রেপো রেট। আজ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেছেন মনেটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুদ্রাস্ফীতির (Inflation) মোকাবিলা করতে গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে RBI ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। তবে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম তিন ত্রৈমাসিকে সেটি আর বাড়ানো হয়নি। চতুর্থ ত্রৈমাসিকেও বাড়ানো হল না রেপো রেট।
বৃহস্পতিবার মানিটারি পলিসি কমিটির (MPC) বৈঠক শেষে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, আগের মতো রেপো রেট ৬.৫০ শতাংশই রাখা হচ্ছে। বাড়ি ক্রেতাদের জন্য সুখবর, উৎসবের মরসুমে পাবেন সস্তা ঋণের সুবিধা। হোম লোনে ইএমআই না বাড়ায় চলতি বছর বিরাট স্বস্তি পেতে চলেছেন গ্রাহকরা। রিয়েল এস্টেট সেক্টর আরবিআইয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।