Advertisment

RBI Monetary Policy 2024: ভোট মিটতেই EMI-তে বড়সড় বদল? রেপো রেট নিয়ে কী জানাল RBI?

রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকের শেষে রেপো রেট নিয়ে বড়সড় ঘোষণা করলেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস।

author-image
IE Bangla Web Desk
New Update
RBI Monetary Policy 2024: RBI Monetary Policy Committee Meeting keeps Repo Rate unchanged, said Governor Shaktikanta Das.

আরবিআই এমপিসি সভা 2024: আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার এই ঘোষণা করেছেন।

RBI Repo Rate: রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকের শেষে রেপো রেট নিয়ে বড়সড় ঘোষণা করলেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই প্রথম এমপিসি বৈঠক করল। আরবিআই টানা অষ্টম বারের মতো সুদের হার অপরিবর্তিত রেখেছে।

Advertisment

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আবারও রেপো রেট স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৬ জুন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রানীতি কমিটির বৈঠকের ফলাফল ঘোষণা করেন। কেন্দ্রীয় ব্যাংক আবারও রেপো রেট অপরিবর্তিত রেখেছে এবং এতে কোনো পরিবর্তন করেনি। আরবিআই-এর সিদ্ধান্তের পর ফের সুদের হার রয়ে গেল ৬.৫ শতাংশ।

এই নিয়ে টানা অষ্টম বার যে কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো হারে কোনও পরিবর্তন করেনি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সর্বশেষ গত ফেব্রুয়ারিতে রেপো রেট বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছিল। এর পর আরবিআই এপ্রিল থেকে জুনের মধ্যে সুদের হারে কোনো পরিবর্তন করেনি। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন যে রেপো হারে কোনও পরিবর্তন করা হয়নি।

এদিন দেশের GDP বৃদ্ধির সম্ভাবনা নিয়েও মুখ খোলেন আরবিআই গভর্নর। তিনি জানান, ২০২৪-২০২৫ অর্থবর্ষে দেশের GDP বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৭.২ শতাংশ। ভারতীয় অর্থনীতি ২০২৪ সালের মে মাসে ভাল পারফরম্যান্স অব্যাহত রেখেছে বলেও জানান শক্তিকান্ত দাস।

দ্বিতীয় ত্রৈমাসিকে প্রত্যাশিত জিডিআই পরিসংখ্যানের চেয়ে ভাল এবং মুদ্রাস্ফীতির হার স্থিতিশীল হওয়ার পরিপ্রেক্ষিতে, আরবিআই রেপো রেট পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে, আরবিআই গভর্নর বলেছেন যে মুদ্রাস্ফীতি দিকে তার নজর রয়েছে। আগামী দিনে সুদের হারে পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন : < Kolkata Weather Today: ভ্যাপসা গরমে অস্বস্তি চরমে দক্ষিণবঙ্গে! তুমুল স্বস্তির কাঁপানো বৃষ্টি কবে থেকে? >

রেপো রেট কী?
আপনি যেমন আপনার প্রয়োজনে ব্যাঙ্ক থেকে লোন নেন, ঠিক তেমনি পাবলিক এবং কমার্শিয়াল ব্যাঙ্কগুলিও তাদের প্রয়োজন মেটানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক থেকে ঋণ নেয়। আপনি যেমন ঋণের জন্য ব্যাঙ্ককে সুদ দেন, তেমনি ব্যাংকগুলোকেও সুদ দিতে হয়। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে সুদের হারে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে রেপো রেট বলে।

কম রেপো রেট মানে ব্যাংকগুলি সস্তা ঋণ পাবে। ব্যাংকগুলো যদি কম খরচে ঋণ পায় তাহলে তারাও তাদের গ্রাহকদের সস্তা ঋণ দেবে। অর্থাৎ রেপো রেট কমলে তার সরাসরি সুবিধা পাবেন সাধারণ মানুষ। রেপো রেট বাড়লে সাধারণ মানুষের অসুবিধাও বাড়বে।

আরবিআই গভর্নর জানিয়েছেন কমিটির সকল সদস্য সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন। আরবিআই রেপো রেট স্থিতিশীল রেখে, সাধারণ মানুষকে দারুণ স্বস্তি দিয়েছে। আরবিআই রেপো রেটে কোনো পরিবর্তন করেনি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে হারে ঋণ দেয় তা হল RBI রেপো রেট। যখন আরবিআইয়ের রেপো রেট বাড়ায়, তখন ব্যাঙ্কগুলির ঋণ আরও ব্যয়বহুল হয়ে পড়ে ফলে তার প্রভাব পড়ে গ্রাহকদের ওপর।

অর্থাৎ রেপো রেট বাড়ানোর বোঝা ব্যাঙ্কের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছায়। ব্যাংকের সুদের হার বৃদ্ধি পায় এবং আপনি যে লোন নিয়েছেন যেমন হোম লোন, গাড়ি লোন এবং ব্যক্তিগত ঋণের সুদের হার বৃদ্ধি পায়। প্রকৃতপক্ষে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে, রেপো রেট বাড়াতে বাধ্য হয় আরবিআই।

RBI Repo Rate
Advertisment