Advertisment

RBI Rs 100 notes: একশোর নোটের রং এবার বেগুনী!

Reserve Bank of India, RBI New Rs 100 Notes: রিজার্ভ ব্যাঙ্ক এবার বেগুনী রঙে নতুন একশো টাকার নোট আনতে চলেছে বাজারে। শুধু রঙই নয়, আপনার পকেটে এখন যে নোট রয়েছে, তার সঙ্গে নতুন নোটের বেশ কিছু তফাৎ থাকছে।

author-image
IE Bangla Web Desk
New Update
এবার কার সই থাকবে ভারতীয় টাকায়?

ফাইল ছবি।

RBI violet colour Rs 100 notes: এবার আপনার পকেটের মানিব্যাগের রং বদলাচ্ছে। ফিকে রং নিয়ে আর কদ্দিনই বা আপনার মানিব্যাগ দিন গুজরান করবে বলুন। তারও তো ইচ্ছে করে রং বদলানোর। এবার বেগুনী রঙে রঙিন হচ্ছে আপনার মানিব্যাগ। বুঝলেন না তো? খুব শীঘ্রই নতুন কড়কড়ে একশো টাকা হাতে পাচ্ছেন এবার আপনি। যার রঙের ছটায় আপনার মানিব্যাগ রঙিন হবেই। রিজার্ভ ব্যাঙ্ক এবার বেগুনী রঙে নতুন একশো টাকার নোট আনতে চলেছে বাজারে। শুধু রঙই নয়, আপনার পকেটে এখন যে একশো টাকার নোট রয়েছে, তার সঙ্গে নতুন একশোর নোটে বেশ কিছু বদল করা হচ্ছে। দৈনিক ভাস্করের খবর অনুযায়ী, নতুন বেগুনী রঙের একশোর নোটে জায়গা করে নিয়েছেন গুজরাতের রানি কী ভাভ। এবার নয়া নোটে রানি কী ভাভের ছবি থাকছে। শুধু তাই নয়, আকারে পুরনো নোটের থেকে ছোটো এই বেগুনী রঙা নোট। তবে ১০ টাকার নোটের আকারের থেকে একটু বড় নয়া রঙিন নোট।

Advertisment

আরও পড়ুন: ১৭০ কোটি টাকা, ১০৫ কেজি সোনা, তামিলনাড়ুর কন্ট্রাক্টরের গুপ্ত ধন!

তবে কি নতুন বেগুনী রঙের নোট এলে পুরনো একশো টাকার নোট তুলে নেওয়া হবে? সূত্র মারফৎ জানা গিয়েছে, পুরনোর সঙ্গে তাল মিলিয়েই মানিব্যাগে জায়গা করে নেবে নতুন একশোর নোট। সূত্র মারফৎ এও জানা গিয়েছে যে, ইতিমধ্যেই নতুন একশোর নোটের নকশাও করা হচ্ছে। নকশার কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গিয়েছে। যে প্রিন্টিং প্রেসে ২ হাজারের নোট ছাপানো হয়েছিল, সেখানেই আত্মপ্রকাশ করবে নতুন একশোর নোট।

দেশের কালিতেই ছাপানো হবে নয়া বেগুনী রঙের একশোর নোট। কোনও বিদেশি কালি যে ব্যবহার করা হবে না, তাও জানা গিয়েছে। অন্যদিকে নতুন একশোর নোট বাজারে এলে, এটিএমের সেটিং বদল করা হবে। নতুন একশোর নোটের সাইজের জন্যই এটিএমের সেটিং বদলানো হবে। এ নিয়ে চতুর্থবার ব্যাঙ্কগুলিকে তাদের এটিএমের সেটিং বদলাতে হবে। এর আগে ২০০, ৫০০ ও ২০০০-এর নোটের সময় এটিএমের সেটিং বদল করা হয়েছিল।

national news
Advertisment