Advertisment

বাজারে আসছে নতুন ২০ টাকার নোট, দেখতে কেমন?

সবুজ-হলুদ রঙের নতুন ২০ টাকার নোট আনতে চলেছে আরবিআই। এর আগে নতুন ১০, ৫০, ২০০ ও ২ হাজার টাকার নোট বাজারে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
rs 20 note, ২০ টাকার নোট

নতুন ২০ টাকার নোট। ছবি: টুইটার।

বাজারে শীঘ্রই আসতে চলেছে নতুন ২০ টাকার নোট। সবুজ-হলুদ রঙের নতুন ২০ টাকার নোট আনতে চলেছে আরবিআই। এর আগে নতুন ১০, ৫০, ২০০ ও ২ হাজার টাকার নোট বাজারে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক।

Advertisment

কেমন দেখতে নতুন ২০ টাকার নোট? নতুন নোটটি সবুজ ও হলুদ রঙের। নোটের একদিকে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি। নোটের অন্যদিকে রয়েছে ইলোরা গুহার ছবি। নোটে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের সই রয়েছে। নতুন ২০ টাকার নোটটির আয়তন ৬৩ মিমি x ১২৯ মিমি।

আরও পড়ুন: নতুন ২০ টাকার নোট আনছে আরবিআই

বাজারে নতুন ২০ টাকার নোট আসার কথা গত ডিসেম্বরেই জানা গিয়েছিল। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছিল, পুরনো নোটে যেসব ফিচার ছিল, সেগুলিই থাকছে মূলত নতুন নোটে। উল্লেখ্য, ইতিমধ্যেই ১০, ৫০, ১০০, ৫০০ টাকার নতুন নোট বাজারে এনেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেইসঙ্গে নতুন ২০০ ও ২ হাজার নোট চালু করেছে আরবিআই। নোট বাতিলের পর থেকেই ধীরে ধীরে বাজারে নতুন কড়কড়ে নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক। প্রত্যেকটি নোটেরই আকার ও নকশা বিভিন্ন রকম।

Read the full story in English

national news RBI
Advertisment