Advertisment

কাঁদছে মরক্কো, জি-২০ মঞ্চ থেকেই সাহায্যের বার্তা মোদীর

ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ২৯৬ জনের মৃত্যু হয়েছে, এবং ১৫৩ জন আহত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Morocco earthquake, Morocco earthquake death toll, Morocco earthquake latest news, PM Modi tweet on Morocco earthquake, Morocco earthquake PM Modi

G20 সম্মেলনের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মরক্কোকে প্রধানমন্ত্রী মোদীর বার্তা, সবরকম সাহায্য’র আশ্বাস ভারতের। শক্তিশালী ভুমিকম্পে কমপক্ষে মৃত্যু হয়েছে ২৯৬ জনের। আহত শতাধিক। মরক্কো জুড়ে শুধুই কান্নার রোল। এর মাঝেই মরক্কোকে সমস্ত রকম সাহায্যর বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী মোদী।  

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মরক্কোতে ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে, একটি বার্তা শেয়ার করেছেন। তাতে মোদী লিখেছেন, ‘ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা।  ভারত মরক্কোকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদী।

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে মৃত্যু হয়েছে ২৯৬ জনের।  একই সঙ্গে আহতের সংখ্যা প্রায় শতাধিক। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৬ দশমিক ৮। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ২৯৬ জনের মৃত্যু হয়েছে, এবং ১৫৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১৮.৫ কিলোমিটার গভীরে, পর্যটন শহর মারাকেশ থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শহরের বাইরের পুরনো বাড়িগুলিতে। ভুমিকম্পের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে কীভাবে বহুতলগুলি মাটিতে মিশে গিয়েছে।

earthquake modi
Advertisment