করোনাভাইরাসের র্যাপিড টেস্ট করতে চিনের পাঠানো কিট নিয়ে সরগরম হয়েছিল দেশ। এমনকী কেন্দ্র থেকে পাঠানো কিটে ত্রুটি থাকায় তা ফেরত পাঠিয়ে দেয় বাংলাও। এই পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিল চিনের দুই ওষুধ প্রস্তুতকারক সংস্থা।
গুয়াংঝাউ ওয়ান্ডফো বায়োটেক এবং লিভজোন ডায়াগনিস্টিক এই দুই সংস্থা পৃথকভাবে জানিয়েছে যে তাঁরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং কঠোরভাবে এই পণ্যগুলির মান নির্ণয় করে। তাঁরা এও জানিয়েছে যে সঠিক ফল পেতে গেলে এই কিটসগুলিকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এমনকি অনুসরণ করতে হবে নির্দেশাবলী।
মঙ্গলবারই ভারতের শীর্ষস্থানীয় মেডিকেল গবেষণা সংস্থা আইসিএমআরের তরফে অ্যান্টিবডি পরীক্ষার কিট ব্যবহার বন্ধ করার পরামর্শ দিয়েছে। রাজ্যগুলি থেকে র্যাপিড টেস্ট কিটের ত্রুটি নিয়ে একের পর এক অভিযোগের পরই এই সিদ্ধান্ত নেয় আইসিএমআর। গত সপ্তাহ চিনের এই দুই সংস্থা থেকেই নিয়ে আসা হয় করোনা পরীক্ষার এই কিট। প্রায় ৫ লক্ষ ৫০ হাজার কিট আনান হয়। কিন্তু এর মধ্যে বেশিরভাগ কিটই ত্রুটিযুক্ত এমন অভিযোগই সামনে আসে।
এরপরই লিভজোন ডায়াগনিস্টিকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, "চিনে তৈরি হওয়া কোভিড-১৯ ভাইরাস পরীক্ষার কিট নিয়ে ভারতের এমন নেতিভবাচক রিপোর্টে আমরা কিছুটা হতবাক হয়েছি। আমরা অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি গোটা ঘটনায় এবং তদন্তের জন্য এর সঙ্গে সম্পর্কিত সমস্ত সরকারী বিভাগের সঙ্গে সহযোগিতা করতেও রাজি আছি।" সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে সংস্থাটি বলেছে যে চিন সরকার কর্তৃক সমস্ত প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণের করেই পণ্যটি উৎপাদন করেছে তাঁরা। এমনকী ব্রাজিল, পেরু, কলম্বিয়া এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ-সহ কমপক্ষে ১০টি দেশে পণ্যটি রফতানি করছে সংস্থাটি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন