Advertisment

জি-২০ উপলক্ষ্যে সেজে উঠছে রাজধানী, ১৭ দেশ থেকে আমদানি করা চারা রোপণে তৈরি দিল্লি

চলতি বছরের মে-জুনের দিকে এই চারা আমদানির প্রক্রিয়া শুরু হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
"G20, G20 meet, G20 meeting, G20 Summit, G20 countries, India news, Indian express, Indian express India news, Indian express India

জার্মানি থেকে প্রায় ১২টি ছোট উইন্টারলিন্ড গাছ নিয়ে আসা হয়েছে।

চিন, জাপান, আর্জেন্টিনা এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ অন্তত ১৭টি দেশ ভারতে বিভিন্ন প্রজাতির চারাগাছ আমদানি করা হয়েছে। এই চারাগুলির মধ্যে রয়েছে চিন ও জাপানের কর্পূর গাছ। আর্জেন্টিনার কক্সপুর কোরাল, সংযুক্ত আরব আমিরশাহী থেকেও চারা আনার কাজ ইতিমধ্যেই শেষ। এই সপ্তাহের শেষে জি-২০ শীর্ষ সম্মেলনের সময়, সফররত রাষ্ট্রপ্রধানরা ব্যক্তিগতভাবে রাজধানীতে এই চারাগাছগুলি রোপণ করবেন।

Advertisment

বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের গাছের চারা জি-২০ দেশগুলোতে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ইতালি, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, আর্জেন্টিনা, চিন, জাপান এবং অস্ট্রেলিয়া।

জার্মানি থেকে প্রায় ১২টি ছোট উইন্টারলিন্ড গাছ নিয়ে আসা হয়েছে। তুরস্ক থেকে সাতটি অলিভ গাছের চারা, দক্ষিণ আফ্রিকা থেকে পাঁচটি রিয়েল ইয়েলোউড গাছ আনা হয়েছে পাশাপাশি সৌদি আরব থেকে ছয়টি খেজুর গাছও নিয়ে আসা হয়েছে।
এছাড়া আরো কিছু দেশ আছে যারা G20-এর সদস্য দেশ নয়, তারাও বিভিন্ন গাছের চারা দিল্লিতে পাঠিয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, মরিশাস, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর এবং স্পেন।

ICAR-ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস গত দুই মাস ধরে এই চারাগুলি আমদানি করেছে এবং চারাগুলো সেখান থেকে বৃক্ষরোপণ স্থানে পাঠানোর কথা রয়েছে। যদিও নিরাপত্তার কারণে সঠিক অবস্থান এখনও ঘোষণা করা হয়নি।

চলতি বছরের মে বা জুনের দিকে এই চারা আমদানির প্রক্রিয়া শুরু হয়। বিদেশ মন্ত্রকের আধিকারিকরা দিল্লির জলবায়ুতে কোন গাছগুলি বৃদ্ধি পাবে তা নির্ধারণ করতে কৃষি মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে এক বৈঠকে অংশ নেন।

প্রধানমন্ত্রীর ধারণা অনুসারে G20 দেশগুলির স্থানীয় গাছ লাগানোর উদ্দেশ্যে চারাগাছ গুলি যে সকল দেশ থেকে আনা হয়েছে সেই সকল দেশের ধর্মীয়, সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা।

G-20 Summit
Advertisment