Advertisment

টিকাকরণের গতি শ্লথ! আগামি ঢেউয়ে ৬ লক্ষ দৈনিক সংক্রমণের আশঙ্কা: কেন্দ্রীয় কমিটি

Covid Vaccination: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই কমিটি সূত্রে খবর, দেশে মাত্র ৭.৬% মানুষ সম্পূর্ণ টিকাকরণের আওতাভুক্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
Corona vaccination will be closed in Kolkata for 4 days on durga puja

সংক্রমণ কমলেও এখনই নিস্তার নেই।

Covid Vaccination: যে গতিতে টিকাকরণ চলছে, আগামি ঢেউগুলোয় দেশে ৬ লক্ষ দৈনিক সংক্রমণ হবে। এমন আশঙ্কার কথা জানিয়েছে কেন্দ্রের একটি বিশেষজ্ঞ কমিটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই কমিটি সূত্রে খবর, দেশে মাত্র ৭.৬% মানুষ সম্পূর্ণ টিকাকরণের আওতাভুক্ত। এদিকে, কোভিশিল্ড টিকার দুটি ডোজের মধ্যে ৮৪ দিনের ব্যবধান নিয়ে এবার কেন্দ্রের কাছে জবাবদিহি চাইল কেরল হাইকোর্ট৷ একটি বেসরকারি সংস্থা তার কর্মীদের কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়৷ সেই আবেদনের প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকারের কাছে কোভিশিল্ড টিকার দুই ডোজের মধ্যে ৮৪ দিনের ব্যবধান প্রসঙ্গে জানতে চাইল আদালত৷ টিকার কার্যকারিতা নাকি অপ্রতুলতা? কোভিশিল্ড টিকার দুই ডোজের মধ্যে ৮৪ দিনের ব্যবধানের পিছনে কেন্দ্রের যুক্তি ঠিক কী? স্পষ্টভাবে তা জানতে চেয়েছে কেরল হাইকোর্ট৷

Advertisment

করোনার সংক্রমণ এড়াতে টিকাকরণ কর্মসূচিতে আরও বেশি জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সেরাম ইন্সটিটিউটের করোনা টিকা কোভিশিল্ডের প্রয়োগ চলছে দেশজুড়ে৷ সর্বপ্রথম অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ফর্মুলায় তৈরি এই টিকার প্রয়োগই শুরু হয় দেশে৷ বর্তমানে কোভিশিল্ড টিকার প্রথম ডোজ দেওয়ার ৮৪ দিন পরে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে৷ কেরলের একটি বেসরকারি সংস্থা কিটেক্স গার্মেন্টস৷ সংস্থাটি ইতিমধ্যেই তার পাঁচ হাজারের বেশি কর্মীকে কোভিশিল্ড টিকার প্রথম ডোজ দিয়েছে৷ তবে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে৷ কেন্দ্রের নিয়ম অনুযায়ী বর্তমানে কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নেওয়ার ৮৪ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে৷

অপরদিকে, গতকালের চেয়ে সামান্য বাড়ল দেশের দৈনিক সংক্রমণ৷ তবে করোনার তৃতীয় ঢেউ নেমে আসার আশঙ্কার মাঝে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া মঙ্গলবারের কোভিড পরিসংখ্যান খানিকটা হলেও স্বস্তি দিয়েছে৷ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন৷ একদিনে দেশে করোনার বলি আরও ৩৫৪৷ তবে করোনা-মুক্তির হার বেড়ে ৯৭.৬৮ শতাংশ৷

দেশে করোনার তৃতীয় ধাক্কা নিয়ে থরহরি কম্প দশা৷ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা প্রতিষ্ঠানের তৈরি কমিটি চোখ কপালে তোলার মতো রিপোর্ট পেশ করেছে৷ কমিটির রিপোর্টে বলা হয়েছে, ‘অক্টোবরেই শিখর ছোঁবে সংক্রমণের তৃতীয় ঢেউ।’ এমন সম্ভাবনা উসকে দিয়েছেন দুই আইআইটি-র গবেষকও। এমনকী কেন্দ্রের একাধিক প্রতিষ্ঠান দাবি করেছে, করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। এই আবহে মঙ্গলবারের করোনা পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Vaccination Daily Cases Center Panel Corona wave Ministry of Home
Advertisment