রাজস্থানে 'লাল ডায়েরি' ও নারী নির্যাতনের ঘটনায় দিল্লি পর্যন্ত উত্তপ্ত হয়েছে রাজনৈতিক পারদ। বিধানসভা থেকে সংসদে এই প্রসঙ্গ তুলে কংগ্রেসকে ঘেরাও করছে বিজেপি। বৃহস্পতিবার সিকার সফরে প্রধানমন্ত্রী মোদী 'লাল ডায়েরি' নিয়ে নিশানা করলেন গেহলট সরকারকে।
সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে, প্রধানমন্ত্রী মোদী মণিপুর ভিডিও কাণ্ডে বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি এই ঘটনায় গভীরভাবে দুঃখিত। এ ঘটনায় দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী মণিপুরের সঙ্গে সঙ্গে রাজস্থান এবং ছত্তিশগড়েও মহিলাদের ওপর নির্যাতনের ঘটনার কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা জোরদার করার আবেদন করেছেন। তিনি বলেছিলেন, 'নারী নির্যাতনের ঘটনা রাজস্থান, ছত্তিশগড় বা মণিপুরেরই হোক না কেন, আইনশৃঙ্খলা বজায় রাখা উচিত'।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আপত্তি জানিয়ে পাল্টা জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, 'রাজস্থানকে মণিপুর সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী রাজস্থানের আত্মসম্মানে আঘাত করেছেন'। এর আগে রাজস্থানের মন্ত্রী রাজেন্দ্র গুঢ়া বিধানসভায় বলেছিলেন যে তাঁর নিজের সরকার মহিলাদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে। এই বক্তব্যের ৬ ঘণ্টা পর তাকে বরখাস্ত করা হয়। এরপরই উঠে আসে 'লাল ডায়েরির' প্রসঙ্গ। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা।
আজ রাজস্থান সফরের মোদী 'লাল ডায়েরি' এবং মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় গেহলট সরকারকে নিশানা করেন। সিকারে জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, 'লাল ডায়েরির নাম শুনলেই কংগ্রেসের বড় নেতাদের মুখ বন্ধ হয়ে যায়। এই লাল ডায়েরি জবাব আসন্ন নির্বাচনে রাজস্থান সহ গোটা দেশের মানুষ কংগ্রেসকে দিতে চলেছে। এর সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'রাজস্থানে সরকার চালানোর নামে কংগ্রেস শুধু লুটের দোকান চালিয়েছে, মিথ্যার বাজার চালাচ্ছে'। তিনি বলেন, ‘মিথ্যার দোকানের সর্বশেষ প্রকল্প রাজস্থানের 'লাল ডায়েরি'।
আজ রাজস্থান সফরে কংগ্রেসের অশোক গেহলট সরকারকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'এখানকার সরকার শুধু জনগণকে লুটপাটের কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস শুধু মিথ্যা বলতে জানে’। গেহলট সরকারকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, "রাজস্থান মা-বোনেদের কন্যাদের উপর অত্যাচার সহ্য করবে না।"