Advertisment

Ayadhya Ram Temple: ২২য়ে কেন্দ্রের নজরে সংবাদ মাধ্যম-সোশাল মিডিয়া! সতর্কবাণী মোদী সরকারের

Media and social media platforms: সতর্কবার্তায় পরামর্শের মত করে কী বলা হয়েছে?

author-image
IE Bangla Web Desk
New Update
Refrain from publishing false content on Ram Temple event Govt to media social media platforms , রামন্দির উদ্বোধনের দিন ভুয়ো খবর প্রচার থেরে বিরত থাকুন সংবাদ মাধ্যম ও সোশাল মিডিয়াকে সতর্কবাণী মোদী সরকারের

অযোধ্যার রামমন্দির।

Ayadhya Ram Temple And Media: সোমবার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গত কয়েকদিন ধরেই অযোধ্যা ও রামমন্দির চত্বরে দেশ বিদেশের সংবাদ মাধ্যমের ভিড়। দাপাদাপি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও। ২২ তারিখ হবে মেগা কভারেজ। এই পরিস্থিতিতে শনিবার সব ধরণের সংবাদ মাধ্যম ও মিসোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিক উদ্দেশে সতর্কতা জারি করল মোদী সরকার। যেখানে উল্লেখ, ২২ জানুয়ারি রামমন্দির সম্পর্কিত কোনও মিথ্যা খবর প্রচারিত হলেও পদক্ষেপ করা হবে।

Advertisment

আরও পড়ুন- Ram Temple: নকশাতেই বাজিমাত, রামমন্দির ফেরাতে চলেছে রামায়ণের যুগের পরিবেশ!

এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রক কর্তৃক জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে, অযোধ্যায় রামলালা মূর্তির অভিষেক অনুষ্ঠান ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। লক্ষ্য করা গিয়েছে যে কিছু অযাচিত, উস্কানিমূলক এবং ভুয়ো খবর প্রচার করা হচ্ছে, বিশেষত সোশাল মিডিয়াতে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আই-শৃঙ্খলাকে বিঘ্নিত করতে পারে। মিথ্যা বা কারচুপি করা বা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার সম্ভাবনা রয়েছে এমন কোনও বিষয়বস্তু প্রকাশ ও সম্প্রচার থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন- Ayodhya: অযোধ্যার রামসেবকপুরম, সেখানে রাখা পাথরে কেন মাথা ঠেকাচ্ছেন ভক্তরা?

পরামর্শ আকারে ওই নির্দেশিকায় আরও উল্লেখ যে, 'সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আইন রোহিত তথ্য, প্রদর্শন বা প্রকাশ না করার জন্য যুক্তিসঙ্গত প্রচেষ্টার পরামর্শ দেওয়া হচ্ছে।'

আরও পড়ুন- Ayodhya Ram Mandir inaguration: বাংলার আলোকসজ্জায় সাজছে অযোধ্যার রাম মন্দির, নাওয়া-খাওয়া ভুলে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়!

Social Media Ayodhya Ram Temple Ayodhya national news
Advertisment