Advertisment

ড্রাইভিং লাইসেন্স নেই? তাহলে বাইক কেনার কথা ভুলে যান!

মোটরবাইক কিনতে গেলে ক্রেতার ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্য়তামূলক করল রাজ্য় পরিবহণ দফতর। এখন থেকে কেন্দ্রীয় সরকারের এই নিয়ম কঠোরভাবে মানা হবে, জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
bike

বাইক কিনতে ড্রাইভিং লাইসেন্স বাধ্য়তামূলক হল রাজ্য়ে।

এবার থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরবাইক কেনা যাবে না। অবশেষে কেন্দ্রীয় সরকারের এই আইন কঠোর ভাবে বলবৎ করতে চলেছে রাজ্য় পরিবহণ দফতর। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকরী জানিয়েছেন, বাইক কিনতে গেলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কোনমতেই ক্রেতার ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক কেনা যাবে না।

Advertisment

এই নির্দেশ লাগু করার জন্য় ইতিমধ্য়েই জেলা পরিবহণ দপ্তরকে নির্দেশ পাঠানো হয়েছে। উল্লেখ্য়, কেন্দ্রীয় আইন অনুযায়ী বাইক কেনার সময় ক্রেতার চালকের লাইসেন্স দেখানো বাধ্য়তামূলক ছিল। কিন্তু এ রাজ্য়ে ওই নিয়ম মানার বিশেষ বালাই ছিল না। কেন এই রাজ্য়ে এই নিয়ম মানা হত না? এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন মন্ত্রী। কিন্তু তিনি বলেছেন, "এবার থেকে তো নিয়ম চালু হল। এখন থেকে আগে বাইক চালানো শিখতে হবে। আগের মত বাইক কিনে চালানো শেখার দিন শেষ।"

পুলিশ সূত্রের খবর, শহরের রাস্তায় অভিযান করতে গিয়ে দেখা গিয়েছে, অধিকাংশ বাইক চালকের লাইসেন্স থাকে না। এর একটা বড় কারণ হলো, বাইক কেনা হয়ে গেলে আর লাইসেন্স করানোর ব্য়াপারে কোন উদ্য়োগ থাকে না। প্রসঙ্গত, আজই বেপরোয়া বাইক চালকদের উদ্দেশ্যে কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেসবুক পেজের বার্তা -- 'দ্রুত গাড়ি চালানো আপনার শেষ গাড়ি চালানো হতে পারে।' সঙ্গে ব্যঙ্গাত্মক ছবি, যার আড়ালে রয়েছে প্রচ্ছন্ন হুমকি।

publive-image

driving license
Advertisment