Advertisment

চুক্তি চাষের কোনও পরিকল্পনা নেই, আদালতে বলল রিলায়েন্স

পাঞ্জাব, হরিয়ানায় জিও-র মোবাইল টাওয়ারে ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত কৃষকরা। তাঁদের অভিযোগ, রিলায়েন্সের চুক্তি চাষের কারণেই কৃষি আইন তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রিলায়েন্সের চুক্তি চাষের কোনও পরিকল্পনা নেই। রিলায়েন্স সবসময়ই কৃষকদের পণ্য বিক্রয়ে পূর্বাভাসের ভিত্তিতে ন্যায্য ও লাভজনক দামের পক্ষে। আদালতে জানালো মুকেশ আম্বানির সংস্থা। কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধীতায় কৃষক আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। তার মধ্যেই শোনা যায় পাঞ্জাব, হরিয়ানায় জিও-র মোবাইল টাওয়ারে ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত কৃষকরা। তাঁদের অভিযোগ, রিলায়েন্সের চুক্তি চাষের কারণেই কৃষি আইন তৈরি হয়েছে। পাল্টা মোবাইল টাওয়ার রক্ষায় সোমবার আদালতের দ্বারস্থ হয় রিলায়েন্স গোষ্ঠী। সংস্থার তরফে আবেদনে জানানো হয়েছে এখন বা ভবিষ্যতে চুক্তি চাষের কোনও পরিকল্পনা তাদের নেই।

Advertisment

রিলায়েন্সের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে, দুই রাজ্যে হিংসাত্মক ঘটনা ঘটেছে। পরিকাঠামোয় ক্ষতি হয়েছে। সংস্থার কর্মীদের অবস্থা বিপন্ন। কৃষক আন্দোলনের সুযোগ নিয়ে স্বার্থান্বেষী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠছে। অপপ্রচার চলছে। নয়া কৃষি আইনের সঙ্গে রিলায়েন্সের কোনও সম্পর্ক নেই। অতীতে রিলায়েন্স গোষ্ঠীর কোনও সংস্থা চুক্তি চাষ করেনি। ভবিষ্যতেও এই ধরণের চাষের কোনও পরিকল্পনা নেই।

গত একমাসের বেশি সময় ধরে দিল্লি সীমানায় মূলত হরিয়ানা, রাজস্থান ও পাঞ্জাবের কৃষকরা প্রতিবাদের মুখর। নয়া তিন কৃষি আইন প্রত্যাহার, ন্যূনতন সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি দাবি করছে কৃষকদের ৪০টি সংগঠন। ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের ছয় দফা বৈঠক হয়েছে। সেখানে চাষের কাজে বিদ্যাতের মাসুল বৃদ্ধি না করা ও ফসলের অবশিষ্ঠাংশ পোড়ালে আইনি জরিমানা মুকুবের দাবি মেনে নিয়েছে মোদী সরকার। কিন্তু মূল দুই দাবি নিয়ে এদিনই বৈঠক রয়েছে কেন্দ্র ও কৃষক সংগঠনগুলোর মধ্যে। তার মধ্যেই আদালতে রিলায়েন্সের দাবি যথেষ্ট তাৎপর্যবাহী।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Reliance Farm Law Farmers Movement
Advertisment