Advertisment

ধর্মীয় পর্যটনে অসাধারণ সুযোগ দিল সরকার, ঘোষণা হতেই মিলছে ব্যাপক সাড়া

সাতটি রুটে দেওয়া হয়েছে সুবিধা।

author-image
IE Bangla Web Desk
New Update
"A huge crowd, ব্যাপক ভিড়, Naihati Kali Puja, নৈহাটি কালীপুজো, Barama, বড়মা, miraculous powers, অলৌকিক ক্ষমতাসম্পন্ন, নৈহাটির 'বড়মা', boroma ferry service, boroma naihati, নৈহাটি ফেরিঘাটের নাম বদল, bangla news, boro ma, kali pujo, নৈহাটি বড় মা মন্দির, নৈহাটি বড় মা, কালীপুজো ২০২৩, naihati boro maa mandir, naihati boro maa, kali puja 2023, mamata Banerjee, naihati, partha bhowmick, naihati news, naihati chuchura ferry service

পুণে মহানগর পরিবহণ মহামণ্ডল লিমিটেড (পিএমপিএমএল) আগেই ঐতিহাসিক এবং ধর্মীয় স্থানগুলোর সঙ্গে সংযোগকারী সাতটি রুটে ১ মে থেকে বিশেষ পর্যটন বাস পরিষেবার কথা ঘোষণা করেছিল। এবার, এই রুটকে আকর্ষণীয় করতে তারা টিকিট মূল্য কমিয়ে ৫০০ টাকা করল। এর আগে, সাতটি রুটের মধ্যে, পিএমপিএমএল পাঁচটি রুটে টিকিট মূল্য ১,০০০ টাকা এবং অন্য দুটিতে ৭০০ টাকা নেওয়ার কথা ঘোষণা করেছিল।

Advertisment

এই ব্যাপারে পিএমপিএমএলের চিফ ট্রান্সপোর্ট ম্যানেজার এক প্রেস বিবৃতিতে বলেছেন, 'সেবার প্রথম দুই দিনে খুব ভালো প্রতিক্রিয়া এবং সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত প্রতিক্রিয়া বিবেচনা করেই পিএমপিএমএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং জানিয়েছেন, সব রুটেই দাম এক দামবে। আর, সেটা হবে ৫০০ টাকা।'

আরও পড়ুন- সংঘ পরিবারের বজরং দলকে নিষিদ্ধ করে ধরপাকড় চালাবে, কর্ণাটকে নির্বাচনী প্রতিশ্রুতি কংগ্রেসের

পরিবহণ সংস্থাটি তার ১৬তম বার্ষিকীকে বিশেষ আকর্ষণীয় করে তুলতে ধর্মীয় পর্যটন পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে। পিএমপিএমএল এই ধর্মীয় রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস ব্যবহার করছে। এবং শনি-রবিবারের পাশাপাশি সমস্ত সরকারি ছুটির দিনেও বাসের বুকিং পরিষেবা চালু রেখেছে। এই বাস পরিষেবার সাহায্যে ভক্তরা ময়ূরেশ্বর মোরগাঁওয়ের অষ্টবিনায়ক গণপতি মন্দির, চিন্তামণি থেউর, মহাগণপতি রঞ্জনগাঁও, খণ্ডোবা জেজুরি মন্দিরের মত বিভিন্ন ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান দর্শন করতে পারবেন।

যেসব রুটে এই বাস পরিষেবা চলছে, তা হল-

১) হাদপসার-মোরগাঁও-জেজুড়ি-সাসওয়াদ-হাদপসার

২) হাদপসার-সাসওয়াদ- সঙ্গমেশ্বর মন্দির-প্রতি বালাজি মন্দির (কেতকাভেলে)- বানেশ্বর-কোন্ধনপুর-হড়পসার

৩) দাক্ষিণাত্য-খারওয়াদে মহসোবা দেবস্থান-তেমঘর ধরন-নীলকন্ঠেশ্বর পায়থা- ডেকান

৪) পুণে রেলওয়ে স্টেশন-খড়কওয়াসলা বাঁধ-পানশেত বাঁধ-ভারসগাঁও বাঁধ-পুণে রেলওয়ে স্টেশন

৫) পুণে রেলওয়ে স্টেশন-পুল গেট-হাদপসার-রামদারা-থেউর গণপতি-প্রয়াগধাম-হাদপসার-পুণে রেলওয়ে স্টেশন

৬) পুণে রেলওয়ে স্টেশন -ওয়াগেশ্বর মন্দির-ওয়াদেবোলহাই-তুলাপুর ত্রিবেণী সঙ্গম-ছত্রপতি সম্ভাজি সমাধি (ভাধু)-রঞ্জনগাঁও গণপতি মন্দির-পুনে রেলওয়ে স্টেশন

৭) ভক্তি শক্তি নিগদি-অপ্পুঘর-ইসকন মন্দির রাভেট-মোরায়া গোসাভি মন্দির (চিঞ্চওয়াড়)-প্রতি শিরডি (শিরগাঁও)-দেহু গাঁও-গাথা মন্দির-আলন্দি-ভক্তি শক্তি নিগদি।

বাসগুলোয় ৩৩ জন যাত্রীর আসন আছে। পুরো বাসের গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে, পাঁচটি টিকিটে ১০০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এই পরিষেবাগুলোর জন্য বুকিং করা যেতে পারে ডেকান জিমখানা, পুণে স্টেশন, সোয়ারগেট, কাটরাজ, হাদপসার গাডিটলক, ভোসারি, নিগদি এবং পিএমসি ভবনে পরিবহণ সংস্থার পাস ইস্যু কেন্দ্রগুলোয়।

Bus Fare tourism Maharashtra
Advertisment