প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব, শোকপ্রকাশ টলিউডের

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাণী রাসমনিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাণী রাসমনিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে

author-image
IE Bangla Web Desk
New Update

প্রয়াত তেরো পার্বণ খ্যাত অভিনেতা ইন্দ্রজিৎ দেব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। শনিবার ভোর রাতে গোলপার্কের বাড়িতে মারা গিয়েছেন তিনি। পরিবার সূত্রে খবর, সিওপিডিতে ভুগছিলেন তিনি। ছিল কিডনির সমস্যাও। কয়েক বছর আগে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছিল। তারপর থেকে ভাইদের সঙ্গে থাকতেন এই অভিনেতা। দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক তেরো পার্বণ দিয়ে তাঁর ছোট পর্দায় অভিনয় জীবন শুরু।

Advertisment

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাণী রাসমনিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ওটিটি-র অ্যাডভেঞ্চার্স অফ গোগোলে অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

তিনি লেখেন, “…প্রথমে একটু দূর থেকে দেখতাম। পরে খুব কাছ থেকে… ভাল মানুষ, ভদ্র মানুষ…তুমিই প্রথম শিখিয়েছিলে, … চারিপাশের সব কিছু শিখতে নেই..”।

Bengali Television TV Actor indrajit-dev