Advertisment

২০ লক্ষ কোটি প্যাকেজের দ্বিতীয় পর্যায়: পরিযায়ীদের বিনামূল্যে রেশন, কৃষক-হকারদের ঋণ

পরিযায়ী শ্রমিকদের জন্য় বিনামূল্য়ে খাদ্য়শস্য় দেওয়ার কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে কৃষকদের জন্য় বিপুল অঙ্কের ঋণের ব্য়বস্থা করেছে মোদী সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
nirmala sitharaman economic package epf

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, ফাইল ছবি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ নিয়ে দ্বিতীয় দফায় বিশদে ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পরিযায়ী শ্রমিক, গরিব, কৃষকদের জন্য় একগুচ্ছে নয়া ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের জন্য় বিনামূল্য়ে খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে কৃষকদের জন্য বিপুল অঙ্কের ঋণের ব্যবস্থা করেছে মোদী সরকার।

Advertisment

কী কী ঘোষণা করলেন নির্মলা সীতারমন, একনজরে জেনে নিন...

পরিযায়ী শ্রমিকদের জন্য
* রেশন কার্ড না থাকলেও আগামী ২ মাস বিনামূল্যে খাদ্যশস্য।
* পরিযায়ী শ্রমিক ও শহুরে গরিবদের জন্য কম ভাড়ায় পিপিপি মডেলের 'রেন্টাল হাউজিং স্কিম'।
* অগাস্ট থেকে এক দেশ, এক রেশন কার্ড।
* রেশন কার্ড না থাকলে মাথাপিছু মাসে ৫ কেজি করে চাল/ গম ও পরিবারপিছু ১ কেজি ডাল।

publive-image অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

আরও পড়ুন: এক দেশ, এক রেশন কার্ডের অর্থ কী?

publive-imageঅলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

হকারদের জন্য নয়া ঘোষণা

*সহজ শর্তে হকারদের ঋণ দিতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ।
* হকারদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা।

কৃষিক্ষেত্রে নয়া ঘোষণা

*গ্রামীণ সমবায় ব্যাঙ্ক এবং আণ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমে যাতে ৩ কোটি ক্ষুদ্র চাষি শস্য ঋণ নিতে পারে তাই নাবার্ডকে ৩০ হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্র।
*কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আড়াই কোটি কৃষক ২ লক্ষ কোটি ঋণ পাবে

publive-image অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

publive-imageঅলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

মধ্যবিত্তের জন্য
*৬-১৮ লক্ষ টাকা বার্ষিক আয় যাঁদের, তাঁদের গৃহঋণে ভর্তুকি প্রকল্পের সময়সীমা বাড়ল। ২০২১মার্চ পর্যন্ত বাড়ল সময়সীমা। উপকৃত হবে ৩.৩ লক্ষ মধ্যবিত্ত পরিবার।
*এ জন্য ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Nirmala Sitharaman
Advertisment