Advertisment

Republic Day 2020 Highlights: দেশজুড়ে উদযাপিত প্রজাতন্ত্র দিবস

71st Republic Date Celebration Highlights: দিল্লির রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ।

India's Republic Day 2020 Highlights: দেশজুড়ে সাড়ম্বরে উদযাপিত প্রজাতন্ত্র দিবস। দিল্লির রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য। শুরুতেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজপথে হয় কুচকাওয়াজ।

Advertisment

দিল্লির পাশাপাশি সাড়া দেশজুড়েই পালিত হয় এই বিশেষ দিনটি। কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২৬ জানুয়ারি, ১৯৫০ থেকে প্রজাতান্ত্রিক দেশের মর্যাদা পায় ভারত। আজ যথাযোগ্য মর্যাদায় সেই দিনটিই উদযাপন করছে দেশবাসী। ৭১ তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে রাজপথে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এটি তৃতীয়বার যেখানে প্রজাতন্ত্র দিবসে উপস্থিত রইলেন ব্রাজিলিয় প্রেসিডেন্ট।

আরও পড়ুন: ৭১ তম প্রজাতন্ত্র দিবসের আয়োজন সম্পূর্ণ, জেনে নিন অনুষ্ঠানসূচী

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবারই শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জাতির উদ্দেশ্যে ভাষণে স্বচ্ছ ভারত অভিযান প্রসঙ্গে বলেন যে এই প্রকল্পটি অল্প সময়েই অসাধারণ সাফল্য অর্জন করেছে। এমনকী ইসরোর সাফল্য নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, 'গগনায়নে অগ্রগতি করছে এবং ভারত তাঁর অপেক্ষায় রয়েছে।" প্রসঙ্গত সিএএ-এনআরসি নিয়ে অশান্ত হয়েছে গোটা দেশ। প্রজাতন্ত্র দিবসের আগে এ প্রসঙ্গে রাষ্ট্রপতি ভাষণে বলেন, "আমাদের সংবিধান একটি মুক্ত গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমাদের অধিকার দিয়েছে। তবে আমাদের গণতন্ত্রের কেন্দ্রীয় তত্ত্ব - ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্বের মেনে চলা। সেই দায়িত্ব কিন্তু আমাদের উপরই রয়েছে।'

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Live Blog

India's Republic Day 2020 Highlights: Follow the LIVE updates here, প্রজাতন্ত্র দিবসের সব খবরের আপডেট জানতে চোখ রাখুন এখানে...



























11:49 (IST)26 Jan 20










































কাশ্মীরে ফের বন্ধ মোবাইল পরিষেবা

কাশ্মীরে ফের বন্ধ করে দেওয়া হল মোবাইল পরিষেবা। প্রজাতন্ত্র দিবসে সুরক্ষার স্বার্থেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন এক সরকারি আধারিকারিক। শনিবারই উপত্যকায় চালু হয় মোবাইল পরিষেবা। কিন্তু, তার কয়েক ঘন্টার মধ্যেই ব্যহত হতে শারু করে পরিষেবা। এদিন সকালে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

11:44 (IST)26 Jan 20










































দিল্লির বুকে প্রদর্শীত জম্মু-কাশ্মীরের ট্যাবলো

রাজধানীর বুকে প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে প্রদর্শীত হল কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের ট্যাবলো। উপত্যকার উন্নয়নই কেন্দ্রর একমাত্র অধিকার বলে জানিয়েছে মোদী সরকার। 'ব্যক টু ভিলেজ' এই থিমেই এবার ট্যাবলো প্রদর্শিত হয় দিল্লিতে।

11:33 (IST)26 Jan 20










































আজ সন্ধ্যা ৬টায় মোদীর 'মন কি বাত'

আজ সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী মোদীর 'মন কি বাত'। প্রতিমাসে সকাল ১১টায় সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। তবে, এদিন সকালে প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই সন্ধ্যায় সম্প্রচারিত হবে এই বছরের প্রথম 'মন কি বাত' অনুষ্ঠান। টুইট করে একথা জানিয়েছেন নরেন্দ্র মোদী।

npublive-image" id="lbcontentbody">
10:31 (IST)26 Jan 20










































রাজধানীর রাজপথে চলছে কুচকাওয়াজ

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলছে রাজধানীর রাজপথে। এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের নেতৃত্বে দিচ্ছেন সেবা পদক, আতি বিশিষ্ট সেবা পদক, সেনা পদক সহ বহু সম্মানে সম্মানিত প্যারেড কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল অসিত মিস্ত্রি।

publive-image

publive-image

npublive-imagenpublive-image" id="lbcontentbody">
10:21 (IST)26 Jan 20










































রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি

দিল্লির রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে রয়েছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য।

publive-image

publive-image

publive-image

10:09 (IST)26 Jan 20










































রাজপথে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন

দিল্লির রাজপথে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হল।শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। lockquote class="twitter-tweet">

Delhi: President of India Ram Nath Kovind unfurls the national flag on 71st Republic Day, at Rajpath pic.twitter.com/a5wvHXnPTd

— ANI (@ANI) January 26, 2020

10:03 (IST)26 Jan 20










































রাজপথে মোদী

রাজপথে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটু পরেই শুরু হবে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান।

09:59 (IST)26 Jan 20










































রেড রোডে প্রজাতন্ত্র দিবস উদযাপন

কলকাতার রেড রোডে চলছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। রাজ্যপাল জগদীপ ধনকড় জাতীয় পতাকা উত্তোলন করেন। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ভিড় জমিয়েছেন বহু মানুষ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রেড রোড চত্বর।

" id="lbcontentbody">
09:48 (IST)26 Jan 20










































ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মোদীর শ্রদ্ধাজ্ঞাপন

উল্লেখ্য, কয়েক দশকের পুরোনো ঐতিহ্য বদলে এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা করলেন দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে।

publive-image

09:33 (IST)26 Jan 20










































জাতীয় পতাকা উত্তোলন করলেন দিল্লির মুখ্যমন্ত্রীর

নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

npublive-image" id="lbcontentbody">
09:07 (IST)26 Jan 20










































বরফে ঢাকা লাদাখে জাতীয় পতাকা উত্তোলন

মাইনাস ২০ ডিগ্রি ঠান্ডায় বরফে ঢাকা লাদাখে জাতীয় পতাকা উত্তোলন করা হল। ১৭০০০ হাজার ফুট উপরে আইটিবি-র তরফে যথাযোগ্য মর্যাদায় তিরঙ্গা উত্তোলিত হয়।

publive-image

publive-image

09:00 (IST)26 Jan 20










































রাহুল গান্ধীর শুভেচ্ছা

৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইটে তিনি লিখেছেন, 'প্রত্যেক দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।'

08:47 (IST)26 Jan 20










































প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানসূচী

২৬ জানুয়ারি, ১৯৫০ থেকে প্রজাতান্ত্রিক দেশের মর্যাদা পায় ভারত। আগামীকাল যথাযোগ্য মর্যাদায় সেই দিনটিই উদযাপন করবে দেশবাসী। উল্লেখ্য, কয়েক দশকের পুরোনো ঐতিহ্য বদলে এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। মোদীর পাশাপাশি নিহত জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করবেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনা প্রধান এম এম নারাভানে, নেভি চিফ অ্যাডমিরাল করমবীর সিং এবং বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল আরকেএস ভাদৌরিয়া। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপাদ যশো নায়েক এবং স্বরাষ্ট্র সচিব অজয় গর্গ। অমর জওয়ান শহীদ মঞ্চে পুষ্পস্তবক অর্পণ করার পর সেখান থেকে রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী।৭১ তম প্রজাতন্ত্র দিবসের আয়োজন সম্পূর্ণ, জেনে নিন অনুষ্ঠানসূচী। বিস্তারিত পড়ুন...

08:42 (IST)26 Jan 20










































টুইটে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী মোদীর

টুইটে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি জানিয়েছেন, 'প্রত্যেক দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা।'

08:37 (IST)26 Jan 20










































রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শুভেচ্ছা

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা নিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জাতির উদ্দেশ্যে ভাষণে স্বচ্ছ ভারত অভিযানের কথা তুলে ধরে তিনি বলেন, এই প্রকল্পটি অল্প সময়েই অসাধারণ সাফল্য অর্জন করেছে। এমনকী ইসরোর সাফল্য নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন রাষ্ট্রপতি। মহাত্মা গান্ধীর শিক্ষা ও মূল্যবোধ আত্মস্থ করলে সংবিধান মেনে চলা সহজ হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর কথায়, ‘সংবিধান আমাদের এক স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে অধিকার দিয়েছে, কিন্তু সেই সঙ্গে গণতন্ত্রের মূল নীতি যেমন ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও সৌহার্দ্যের সঙ্গে জড়িয়ে থাকার দায়িত্বও অর্পণ করেছে। এই সাংবিধানিক নীতিগুলি মেনে চলা সহজ হয় যদি আমরা জাতির জনকের জীবনদর্শন মনে রাখি। এই দায়িত্ব পালনের মধ্যে দিয়েই গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকীর সঠিক ও অর্থপূর্ণ উদযাপন সম্ভব।’

প্রজাতন্ত্র দিবসসের প্যারেডে আজ অংশগ্রহণ করে ৬১ অশ্বারোহী সৈন্য, আটটি মেকানাইসড সৈন্যশ্রেণি, ছয়টি কুচকাওয়াজ বাহিনী এবং বায়ুসেনার অ্যাডভান্স লাইট হেলিকপ্টার রুদ্র এবং ধ্রুব। এছাড়াও প্যারেডে ছিলেন তিনজন পরমবীর চক্র এবং চার জন অশোকচক্র পুরস্কার প্রাপকেরা।

বায়ুসেনার এমআই-১৭ এবং সশস্ত্র হেলিকপ্টার রুদ্র, যারা অভিবাদন জানায় প্রধানমন্ত্রী-সহ উপস্থিত আমন্ত্রিতদের। পদযাত্রা করে সশস্ত্র বাহিনী, প্যারা মিলিটারি ফোর্সেস, দিল্লি পুলিশ, এনসিসি, এনএসএস এবং ত্রিশটি সামরিক বাহিনী।

Republic Day 2020
Advertisment