Advertisment

Republic Day 2025 : শত্রুপক্ষের বুক কাঁপিয়ে দেবে 'প্রলয়' ক্ষেপণাস্ত্র! প্রদর্শিত হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে

Republic Day 2025: 'প্রলয়' ক্ষেপণাস্ত্র দেখে বুক কেঁপে উঠবে শত্রুপক্ষের। আগামীকাল ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তামাম বিশ্ব ভারতের শক্তি দেখে অবাক হতে বাধ্য। এই বছর প্রজাতন্ত্র দিবসে ৩১টি ট্যাবলো প্রদর্শিত হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Republic Day 2025 Parade Theme, Importance and Significance

'প্রলয়' ক্ষেপণাস্ত্র দেখে বুক কেঁপে উঠবে শত্রুপক্ষের। Photograph: (ফাইল ছবি)

Republic Day 2025 Parade Theme, Importance and Significance: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি এই দিনেই ভারতীয় সংবিধান গৃহীত হয়। তারপর থেকে দিনটিকে স্মরণ করে প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র  দিবস হিসাবে পালিত হয়। এই বছর সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্ণ হচ্ছে। যা ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এবারের প্রজাতন্ত্র দিবস ৭৬ নাকি ৭৭ তম, তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় দেখা দিয়েছে। আসুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই সংশয় দূর করা যাক।  

Advertisment

জানিয়ে রাখি যে, ১৯৫০ সালে দেশের সংবিধান কার্যকর হওয়ার পর থেকে প্রতি বছর এই দিনটি 'দেশপ্রেমের চেতনায়' পালিত হয় প্রজাতন্ত্র দিবস। ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম হল 'স্বর্ণিম ভারত'। ভারতবর্ষ ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। সে সময় ভারতবর্ষ  একটি কমনওয়েলথ দেশ ছিল। এরপর থেকে ভারতের সংবিধান তৈরি করতে প্রায় আড়াই বছর সময় লেগেছিল।

১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সেই দিন থেকে, প্রতি বছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়ে আসছে। 

প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ২০২৫ সালে ভারত তার ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। কারণ আমরা ১৯৫০ সাল থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করেছিলাম। এই বছর প্রজাতন্ত্র দিবসের থিম হল  'স্বর্ণিম ভারত'  যা ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং ভবিষ্যতের প্রতি নিবেদিত।

Advertisment

২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ
২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসে, ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল- অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ - দিল্লির কর্তব্যপথে তাদের ট্যাবলো প্রদর্শন করবে। একই সঙ্গে চলতি বছর প্রজাতন্ত্র দিবসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

২৬ জানুয়ারি মানেই রাজধানীর রাজপথে কুচকাওয়াজ, বর্ণাঢ্য শোভাযাত্রা। দিল্লির পাশাপাশি কলকাতার রেড রোডেও সেই আড়ম্বর চোখে পড়ে। প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি। প্রথমবারের মতো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 'প্রলয়' ক্ষেপণাস্ত্রটি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে। 'প্রলয়' ক্ষেপণাস্ত্র দেখে বুক কেঁপে উঠবে শত্রুপক্ষের। আগামীকাল ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তামাম বিশ্ব ভারতের শক্তি দেখে অবাক হতে বাধ্য। এই বছর প্রজাতন্ত্র দিবসে ৩১টি ট্যাবলো প্রদর্শিত হবে।

প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সোমবার সাংবাদিকদের বলেন যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্যান্য দেশীয় অস্ত্রের সাথে 'প্রলয়'ও কুচকাওয়াজে অংশ নেবে। জানিয়ে রাখি 'প্রলয়' হল অত্যাধুনিক ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র।   যার পেলোড ক্ষমতা ৫০০-১,০০০ কেজি। ক্ষেপণাস্ত্রটি চীন সীমান্তে মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষা সচিব বলেন যে ৯০ মিনিটের এই কুচকাওয়াজে ১৬টি রাজ্য এবং ১৫টি মন্ত্রণালয়ের ৩১টি ট্যাবলো প্রদর্শিত হবে। এবারের কুচকাওয়াজে পাঁচ হাজার আদিবাসী শিল্পী তাদের প্রতিভা প্রদর্শন করবেন। সুখোই ৩০ এমকেআই এবং রাফালে সহ যুদ্ধবিমান এবারের কুচকাওয়াজের ফ্লাইপাস্টে অংশ নেবে বলেও প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। 

Republic Day
Advertisment