Republic Day Parade 2019: রাজপথের কুচকাওয়াজে প্রথমবার আইএনএ-র প্রবীণ যোদ্ধারা
70th Republic Day Parade: ২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসের থিম 'ভেটারেনস: অ্যাক্সেলারেটরস ইন নেশন'স গ্রোথ'। সেই অনুযায়ী, প্রজাতন্ত্রদিবসের কুচকাওয়াজে প্রথমবার অংশ নিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রবীণরা। তাঁদের অধিকাংশেরই বয়স নব্বই বছরের বেশি।
70th Republic Day Parade: ২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসের থিম 'ভেটারেনস: অ্যাক্সেলারেটরস ইন নেশন'স গ্রোথ'। সেই অনুযায়ী, প্রজাতন্ত্রদিবসের কুচকাওয়াজে প্রথমবার অংশ নিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রবীণরা। তাঁদের অধিকাংশেরই বয়স নব্বই বছরের বেশি।
রাজপথ, ইন্ডিয়া গেট, তিলক মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ এবং নেতাজী সুভাষ মার্গ দিয়ে যাবে এদিনের প্যারেড।
India's Republic Day 2019 Parade Live: সত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনে সামিল নয়াদিল্লি। মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ উপলক্ষে এবারের প্রজাতন্ত্র দিবসে রয়েছে একাধিক বিশেষ ট্যাবেলো। শহিদদের উদ্দেশে অমর জওয়ান জ্যোতি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এরপর জাতীয় পতাকা উত্তোলন করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি হিসাবে এদিন লালকেল্লায় উপস্থিত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসাক। সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হয়েছে প্যারেড।
Advertisment
মহিলা বাহিনীর সামরিক অভিবাদনই এ বছরের প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ। বিজয়চক থেকে প্যারেড শুরু হয়ে তা এগিয়ে যাবে লালকেল্লার অভিমুখে। রাজপথ, ইন্ডিয়া গেট, তিলক মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ এবং নেতাজী সুভাষ মার্গ দিয়ে যাবে এদিনের প্যারেড। এ বছরের প্যারেডে বিভিন্ন রাজ্য এবং সরকারের পক্ষ থেকে মোট ২২টি সুসজ্জিত ট্যাবেলো থাকছে।
11:30AM
দেশের সুরক্ষা নিশ্চিত করতে দিন-রাত এক করে আকাশ পথে অতন্দ্র প্রহরীর মতো নজরদারি চালায় বায়ুসেনা। সেই বায়ুসেনার সুখোই, মিখ, জাগুয়ার, হারকিউলিস বিমানের পারদর্শীতা দেখলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি-সহ লালকেল্লায় উপস্থিত জনতা।
Advertisment
PM Narendra Modi and President of South Africa Cyril Ramaphosa witness flypast at Republic Day parade in Delhi pic.twitter.com/xRmJDuSHT1
11:00AM
২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসের থিম 'ভেটারেনস: অ্যাক্সেলারেটরস ইন নেশন'স গ্রোথ'। সেই অনুযায়ী, প্রজাতন্ত্রদিবসের কুচকাওয়াজে প্রথমবার অংশ নিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রবীণরা। তাঁদের অধিকাংশেরই বয়স নব্বই বছরের বেশি।
10:20AM
রাজপথে যখন বর্ণাঢ্য কুচকাওয়াজ চলছে, তখন প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ রক্ষীবাহিনীর হাতে মিষ্টির বাক্স তুলে দিচ্ছেন বিএসএএফ কর্তা।
On the occasion of 70th #republicdayindia, BSF exchange sweets with their Bangladeshi counterparts, at Fulbari, at Indo-Bangladesh border near Siliguri in West Bengal. pic.twitter.com/NjMll2gZec
10:05AM
শহিদ ল্যান্স নায়েক নজির আহমেদ বানিকে সম্মান জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নিহত জওয়ানের স্ত্রী ও মায়ের হাতে অশোক চক্র পদক তুলে দেওয়া হল। কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন নজির আহমেদ বানি।
Delhi: Lance Naik Nazir Ahmed Wani, who lost his life while killing 6 terrorists in an operation in Kashmir, awarded the Ashok Chakra. Award was received by his wife and mother #RepublicDay2019pic.twitter.com/3bjYdiwTLp
09:40AM
অমর জওয়ান জ্যোতি স্মৃতিস্তম্ভে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুষ্পস্তবক দিয়ে অমর শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছেন তিনি। উপস্থিত রয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনও। এরপর তিনি ফিরে যাবেন অভিবাদন মঞ্চে।
09:30AM
দেশ জুড়ে বিভিন্ন রাজ্য ইতিমধ্যে শুরু হয়েছে প্রজাতন্ত্র দিবসের উদযাপন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে ৭০তম প্রজাতন্ত্র দিবস। বিভিন্ন রাজ্যের রাজ্যপালরা বাহিনীর সামরিক অভিবাদন গ্রহণ করবেন। এদিনের অনুষ্ঠানের জন্য কলকাতার রেডরোডও রীতিমতো প্রস্তুত।
09:15AM
ভারতের প্রজাতন্ত্র দিবসে বিশেষ উদ্যোগ গুগলের। ছয় রঙের ট্যাবেলো দিয়ে বিশেষ ডুডল তৈরি করেছে এই জনপ্রিয় সার্চইঞ্জিন। দিল্লির রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনের সামনের রাজপথে এই ছয় রঙা ট্যাবেলো দেখা যাচ্ছে।