Advertisment

Republic Day 2020 Parade Schedule: ৭১ তম প্রজাতন্ত্র দিবসের আয়োজন সম্পূর্ণ, জেনে নিন অনুষ্ঠানসূচী

Republic Day 2020 Parade Full Schedule: এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Republic Day 2020 Parade, Full Schedule of Republic Day

অমর জওয়ান শহীদ মঞ্চে পুষ্পস্তবক অর্পণ করার পর সেখান থেকে রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী।

Full Schedule of Republic Day Parade 2020: আজ প্রজাতন্ত্র দিবস। ২৬ জানুয়ারি, ১৯৫০ থেকে প্রজাতান্ত্রিক দেশের মর্যাদা পায় ভারত। যথাযোগ্য মর্যাদায় সেই দিনটিই উদযাপন করবে দেশবাসী। উল্লেখ্য, কয়েক দশকের পুরোনো ঐতিহ্য বদলে এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন।

Advertisment

আরও পড়ুন- দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের মহড়া তুঙ্গে

মোদীর পাশাপাশি নিহত জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করবেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনা প্রধান এম এম নারাভানে, নেভি চিফ অ্যাডমিরাল করমবীর সিং এবং বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল আরকেএস ভাদৌরিয়া। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপাদ যশো নায়েক এবং স্বরাষ্ট্র সচিব অজয় গর্গ। অমর জওয়ান শহীদ মঞ্চে পুষ্পস্তবক অর্পণ করার পর সেখান থেকে রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী।

Brazilian President Jair Bolsonaro প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো।

এবছর ৭১ তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এটি তৃতীয়বার যেখানে প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকবেন ব্রাজিলিয় প্রেসিডেন্ট।

আগামীকালের প্যারেডে অংশগ্রহণ করবে ৬১ অশ্বারোহী সৈন্য, আটটি মেকানাইসড সৈন্যশ্রেণি, ছয়টি কুচকাওয়াজ বাহিনী এবং বায়ুসেনার অ্যাডভান্স লাইট হেলিকপ্টার রুদ্র এবং ধ্রুব। এছাড়াও প্যারেডে থাকবেন তিনজন পরমবীর চক্র এবং চার জন অশোকচক্র পুরস্কার প্রাপকেরা।

এ বছরের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকছে-

* বায়ুসেনার এমআই-১৭ এবং সশস্ত্র হেলিকপ্টার রুদ্র, যারা অভিবাদন জানাবে প্রধানমন্ত্রী-সহ উপস্থিত আমন্ত্রিতদের।

* দেশের সামরিক শক্তি প্রদর্শিত হবে অনুষ্ঠানে। সেখানে থাকবে ধনুশ বন্দুক সিস্টেম, সেলফ প্রোপেলড বন্দুক, আকাশ লঞ্চার, ট্রান্সপোর্টেবল স্যাটেলাইট টার্মিনাল।

Republic Day 2020 Parade, Full Schedule of Republic Day প্রদর্শন করা হবে দেশের সামরিক শক্তি।

* সশস্ত্র বাহিনী, প্যারা মিলিটারি ফোর্সেস, দিল্লি পুলিশ, এনসিসি, এনএসএস এবং ত্রিশটি সামরিক বাহিনী পদযাত্রা করবে।

আরও পড়ুন- Republic Day 2020: প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা

* প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজপথে কুচকাওয়াজে অংশগ্রহণ করবে সিআরপিএফ-এর মহিলা বাইক চালকদের দল। বিশেষ স্টান্টও প্রদর্শন করবেন তাঁরা।

Republic Day 2020 Parade, Full Schedule of Republic Day পদযাত্রা করবে সশস্ত্র বাহিনী, প্যারা মিলিটারি ফোর্সেস

* থাকছে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে 'ফ্লাইপাস্ট'।

* প্যারেডের কমান্ডার থাকবেন লেফট্যান্যান্ট জেনারেল অসিত মাইতি। সেকেন্ড-ইন-কমান্ড থাকবেন মেজর জেনারেল অলোক কাকের।

Republic Day 2020 Parade, Full Schedule of Republic Day থাকছে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে 'ফ্লাইপাস্ট'

* দেশের সংস্কৃতি প্রদর্শন করতে মোট ২২টি ট্যাবলো থাকবে এ বছরের প্যারেডে। যে যে রাজ্যের ট্যাবলো থাকছে সেই রাজ্যগুলি হল- ছত্তিশগড়, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানা, আসাম, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়া, ওড়িশা, মেঘালয়, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীর।

Republic Day 2020 Parade, Full Schedule of Republic Day প্যারেডের কমান্ডার থাকবেন লেফট্যান্যান্ট জেনারেল অসিত মাইতি।

* এছাড়াও শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগ, আর্থিক পরিষেবা বিভাগ, এনডিআরএফ, জলশক্তি মন্ত্রক, নৌ পরিবহন মন্ত্রকের তরফেও ট্যাবলো প্রদর্শিত হবে কুচকাওয়াজে।

* খেলাধুলা, শিক্ষা, সাহস, উদ্ভাবনী দক্ষতার ক্ষেত্রে মোট ৪৯ জন শিশুকে পুরস্কৃত করা হবে। পরবর্তীতে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রদর্শন করবেন স্কুলের শিশুরা।

Read the story in English

Republic Day 2020
Advertisment